Select Page

শুরু হলো তৌকীরের অজ্ঞাতনামা

শুরু হলো তৌকীরের অজ্ঞাতনামা

unnamed

আট বছর চলচ্চিত্র নির্মাণে ফিরলেন তৌকীর আহমেদ। এটা চতুর্থ চলচ্চিত্রের নাম ‘অজ্ঞাতনামা’। শুট্যিং শুরু হয়েছে ২৬ মে, রাজবাড়ীর পাংশায়। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিমনিপুণ। এর আগে তৌকীর আহমেদের নির্দেশনায় ধারাবাহিক নাটক ও তিনটি চলচ্চিত্রে মোশাররফ করিম কাজ করলেও নিপুণ করছেন এই প্রথম।

‘অজ্ঞাতনামা’ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘দারুণ আনন্দ লাগছে। অবশেষে আমার চতুর্থ চলচ্চিত্রের কাজ শুরু করতে পেরেছি। অনেক গুণী শিল্পীকে নিয়ে কাজ করছি। এটাও আমার খুব ভাললাগার এবং আনন্দের বিষয়। আমি বেশ আগ্রহ নিয়ে ভাল একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করছি। আশা করি ভালভাবে কোন জটিলতা ছাড়াই কাজটি শেষ করতে পারবো ইনশাল্লাহ।’

‘অজ্ঞাতনামা’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন তৌকীর নিজেই। ৪ জুন পর্যন্ত পাংশাতেই শুটিং হবে। এরপর হবে রাজবাড়ীর গোয়ালন্দে।

সংবাদমাধ্যমকে মোশাররফ করিম বলেন, তৌকীর ভাইয়ের নির্দেশনায় এর আগে নাটক এবং চলচ্চিত্রে কাজ করেছি। দক্ষ একজন নির্মাতা। আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি তার নির্দেশনায় কাজ করতে।আমার বারবার মনেহয় নতুন কিছু শিখছি তার কাছ থেকে। ফরহাদ একটি চ্যালেঞ্জিং চরিত্র। আশা করি সময়োপযোগী একটি চলচ্চিত্র হবে ‘অজ্ঞাতনামা’।

তৌকীর আহমেদের নির্দেশনায় এর আগে মোশাররফ করিম ধারাবাহিক নাটক ‘জ্যোৎস্নাকাল’ ও চলচ্চিত্র ‘জয়যাত্রা’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘রূপকথার গল্প’তে অভিনয় করেছিলেন।

নিপুণ বলেন, তৌকীর ভাইয়ের নির্দেশনায় এবারই আমি প্রথম কাজ করছি। আমার প্রিয় একজন অভিনেতা তিনি। তার নির্দেশনায় কাজ করতে গিয়ে খুব ভাল লাগছে। বেশ গুছিয়ে ধীরে কাজ করেন। নিজেকে নতুন করে আবিষ্কার করছি ‘অজ্ঞাতনামা’য়।


মন্তব্য করুন