Select Page

শুরু হয়েছে সিয়াম-মিমের ‘ইত্তেফাক’

শুরু হয়েছে সিয়াম-মিমের ‘ইত্তেফাক’

প্রথমবারের মতো জুটি হচ্ছে সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম। ‘ইত্তেফাক’ নামের ছবিটির শুরু হয়েছে সোমবার। পরিচালনা করছেন রায়হান রাফী।

প্রথম আলো জানায়, সিলেট শহরে শুরু হচ্ছে ‘ইত্তেফাক’-এর শুটিং। পরিচালক রায়হান রাফি জানান, সিলেট শহরে টানা ২০ দিন শুটিং করার পরিকল্পনা। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে।

তিনি বলেন, বড় আয়োজনের ছবি, ছবিটিও হবে ভিন্ন ধরনের। কোনো নায়ক-নায়িকানির্ভর ছবি নয়, গল্পই এই ছবির নায়িক–নায়িকা। এমবি ফিল্মস প্রযোজিত এই ছবিতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, খাইরুল বাসার প্রমুখ।

ডিসেম্বরের শেষে স্বপ্নবাজী নামে আরেকটি ছবির শুটিং শুরুর কথা জানালেন রায়হান রাফি। বিনোদন অঙ্গনের মানুষের বাস্তব জীবনের গল্প নিয়ে ছবির কাহিনি আবর্তিত হয়েছে। মাহিয়া মাহি, সিয়াম, জান্নাতুল পিয়াসহ অনেকেই এই ছবিতে অভিনয় করবেন।

পি এইচ এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবির নায়ক–নায়িকাদের নিয়ে একটি ফটোশুটও হয়েছে।

বছর শেষে দুটি ছবির পরিচালনা প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘আমাদের সিনেমার অবস্থা ভালো যাচ্ছে না। ঘুরে দাঁড়াতে হয়তো আরও কিছু সময় লাগবে। এ অবস্থার মধ্যে বছর শেষে এসে বড় বাজেট ও ভালো কিছু ছবির কাজের সুযোগ হয়েছে আমার। এটি আমার ও আমাদের চলচ্চিত্রের জন্য ইতিবাচক।’


মন্তব্য করুন