Select Page

‘শের খান’ লোডিং …

‘শের খান’ লোডিং …

 ‘শের খান’ নামের সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ছবি প্রকাশ হয়েছে

অবশেষে কোনো একটি সিনেমার জন্য ভক্তদের নিশ্চিত করলেন শাকিব খান। প্রায় দুই বছর পর নতুন কোনো ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন।

মাস খানেক আগে যুক্তরাষ্ট্র শাকিব খান ঢাকায় ফেরার পর সানী সানোয়ারের সঙ্গে বৈঠক করেন। সেই ছবি প্রকাশ্যে আসার পর জানা যায়, এফডিসিতে ‘শের খান’ নামের সিনেমার নাম নিবন্ধন হয়েছে।

কয়েক দিন আগে কপ ক্রিয়েশন জানায়, চলতি সপ্তাহে আসবে ‘শের খান’-এর ঘোষণা। সপ্তাহের একদম শেষক্ষণে, অর্থাৎ, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শাকিব খান একটি ছবি পোস্ট করে ফেসবুকে জানান ‘শের খান’ লোডিং। আরো জানানো হয়, সিনেমাটি পরিচালনা করবেন সানী সানোয়ার। ওই স্থিরচিত্র চুক্তিপত্র হাতে শাকিবকে দেখা যায়, সঙ্গে আছেন সানী।

পুলিশ কর্মকর্তা সানী এর আগে পুলিশি অ্যাকশনভিত্তিক ঢাকা অ্যাটাক ও মিশন এক্সট্রিম নির্মাণ করেছেন। প্রথমটির প্রযোজক হলেও দ্বিতীয়টির পরিচালক তিনি। মুক্তি প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’সহ তিন ছবিতে আরিফিন শুভ থাকলেও এবার শাকিবের গায়ে পুলিশের প্রযোজনা ও পরিচালনায় পুলিশের পোশাক উঠবে।

‘শের খান’-এ আর কারা অভিনয় করবেন শিগগিরই জানা যাবে। সিনেমাটি কপ ক্রিয়েশনের সঙ্গে আরো প্রযোজনা করছে শাকিবের হাউস এসকে ফিল্মস।


মন্তব্য করুন