Select Page

শেষের পথে মোশাররফ-পার্ণোর ‘বিলডাকিনি’

শেষের পথে মোশাররফ-পার্ণোর ‘বিলডাকিনি’

টানা শুটিংয়ে শেষ হচ্ছে মোশাররফ করিম ও কলকাতার পার্ণো মিত্র অভিনীত ‘বিলডাকিনি’। সম্প্রতি প্রকাশিত এক ছবিতে তাদের দেখা গেল একসঙ্গে।

সরকারি অনুদানে ছবিটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন।

১২ জানুয়ারি থেকে নওগাঁয় শুটিং করছেন মোশাররফ করিম। কলকাতা থেকে এসে পার্ণো মিত্রকে যোগ দেওয়ার কথা ছিল তখনই। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার অংশের শিডিউল পেছাতে হয়। অবশেষে ১৮ জানুয়ারি থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন পার্ণো।

কালের কণ্ঠকে বৃহস্পতিবার পরিচালক তুহিন বলেন, ‘এখন বেশির ভাগ শুটিং হচ্ছে আত্রাই নদকে কেন্দ্র করে। আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পতিসর রবীন্দ্র কাছারিবাড়িতেও হবে শুটিং। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। ২৫ জানুয়ারি পর্যন্ত নওগাঁর বিভিন্ন লোকেশনে বাকি অংশের শুটিং করব। ’

মোশাররফ বলেন, ‘নওগাঁ জেলার প্রকৃতি, নদী ও মানুষের জীবন দেখে অভিভূত হলাম। শুটিংয়ের এই কয়েক দিনে সব কিছু আপন মনে হয়েছে। সময়টা দারুণ উপভোগ করছি। ’

নূরুদ্দিন জাহাঙ্গীরের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটির গল্প এক নারীকে ধর্ষণ এবং তার সন্তানসম্ভবা হয়ে পড়া নিয়ে।

এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত যৌথ প্রযোজনার ‘ডুব’-এ অভিনয় করলেও এবারই প্রথম ঢাকার একক প্রযোজনার ছবি করছেন ‘রঞ্জনা আমি আর আসবো না’ অভিনেত্রী।

এ দিকে একই পরিচালকের সরকারি অনুদানের আরেক ছবি ‘গাঙকুমারী’তে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁই। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।


মন্তব্য করুন