Select Page

শেষ যাত্রায় যোশেফ শতাব্দী

শেষ যাত্রায় যোশেফ শতাব্দী

joshef-shotabdiচলচ্চিত্রের কাহিনীকার যোশেফ শতাব্দীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে সিরাজগঞ্জে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আসর সিরাগঞ্জের রহমতগঞ্জে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

দীর্ঘদিন ধরে কান্সারে ভুগছিলেন তিনি। যোশেফ শতাব্দীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে।

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের জনপ্রিয় কয়েকটি ছবির চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি।

সর্বশেষ তিনি শাহ আলম মণ্ডলের ‘সাদা কালো প্রেম’ ছবির চিত্রনাট্য লিখেছেন। এখন এর দৃশ্যধারণ চলছে।

দাদি মা’, ‘চাচ্চু’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘পিতার আসন’, ‘ধর্ম আমার মা’, ‘আসমান জমিন’, ‘কুরবানি’, ‘মাটির দুর্গ’, ‘সুজন বন্ধু’, ‘আসামী হাজিরসহ অসংখ্য ছবির চিত্রনাট্যকার তিনি।


মন্তব্য করুন