Select Page

শেষ হলো ‘একটি সিনেমার গল্প’র চিত্রায়ন

শেষ হলো ‘একটি সিনেমার গল্প’র চিত্রায়ন

টানা তিনটি গানের দৃশ্যায়নে অংশ নিলেন আরিফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এর মাধ্যমেই চিত্রনায়ক আলমগীর পরিচালিত ছবি ‘একটি সিনেমার গল্প’-এর শুটিং শেষ হলো।

বাংলা ট্রিবিউন জানায়, সর্বশেষ গত সপ্তাহে বান্দরবানে গানগুলোর শুটিং হয়েছে।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে শুভ বলেন, ‘কয়েকদিন আগে সারাদেশেই বৃষ্টি হচ্ছিল তখন আমরা বান্দরবানে শুটিং করেছি। মূলত বৃষ্টির পর প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দরভাবে ধরা দিয়েছে। সেখানে একটি পুরো গান ও দুটি গানের অংশবিশেষের দৃশ্যায়ন হয়েছে।’

বান্দরবান ছাড়াও ১০ অক্টোবর গাজীপুরের খতিব খামারবাড়িতে আরও একটি গানের অংশ নিয়েছিলেন ঋতু-শুভ।

এদিকে শুভ জানালেন, ছবির শিল্পী ও কলাকুশলীরা এখন ঢাকায়। আগামীকাল (২৬ অক্টোবর) থেকে ছবিটির ডাবিং শুরু হবে।

ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা ও আলমগীর নিজে।

গানে কাজ করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা, আঁখি আলমগীর, মনির খান, কোনালসহ অনেকে।

পরিচালক হিসেবে এটি আলমগীরের ষষ্ঠ ছবি। এটি মূলত সিনেমার ভেতরে সিনেমার গল্প। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও তারই লেখা। এর আগে সংলাপ লেখার অভিজ্ঞতা থাকলেও কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে আলমগীরের অভিষেক হলো বলা যায়।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares