Select Page

শেষ হলো ‘দ্য স্টোরি অব সামারা’-র চিত্রায়ন

শেষ হলো ‘দ্য স্টোরি অব সামারা’-র চিত্রায়ন

bino_bg2_891527230শেষ হলো পরিচালক রিকিয়া মাসুদোর হরর অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’-এর চিত্রায়ন। ঢাকা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও সেন্টমার্টিনে কয়েকমাস টানা শুটিং করেন তিনি।

ছবিটিতে অভিনয় করেছেন- জান্নাতুল ফেরদৌস পিয়া, সিবা, ইমু, সাঞ্জু ও আমান খান। এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে আছেন- এটিএম শামসুজ্জামান, শিমুল খান, কাবিলা, রিকিয়া মাসুদো, মর্জিনা, চিত্রলেখা গুহ ও ডিজে ফামি।

রিকিয়া মাসুদো একটি সংবাদমাধ্যমকে জানান, ছবির গল্প অনেকটা হরর এবং অ্যাডভেঞ্জার ধরণের। এর আগে আমি জাপানে চলচ্চিত্র বিষয়ক পড়াশুনা ও কাজ করেছি। ছবিটির গল্পে সামারা নামক একটি ভিন্ন জগতের গল্প দেখানো হবে। যেখানে পাঁচজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে-মেয়ে হলো পঞ্চশক্তি। তারাই মূলত দুষ্টের বিরুদ্ধে লড়বে।

বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিতে মোট ৪টি গান রয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান ও আলাউদ্দিন হক।


মন্তব্য করুন