Select Page

শিগগিরই শেষ হচ্ছে ‘নো ল্যান্ডস ম্যান’

শিগগিরই শেষ হচ্ছে ‘নো ল্যান্ডস ম্যান’

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‌‌‘‘নো ল্যান্ড’স ম্যান’’-এর শুটিং শেষ হচ্ছে শিগগিরই। দুই মহাদেশের দুই দেশে সম্প্রতির ছবিটির বেশির ভাগ অংশের দৃশ্যায়ন শেষ হয়েছে। অভিনেতা ও সহ-প্রযোজক বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকি ইনস্টাগ্রামে খবরটি প্রকাশ করেছেন।

একইসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পুরো ইউনিটের একটি ছবি শেয়ার করেছেন নওয়াজ। এতে ফারুকী-নুসরাত ইমরোজ তিশা দম্পতি ছাড়াও আছেন কলাকুশলীরা। সবাইকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে স্থিরচিত্রে।

নওয়াজ লিখেছেন, ‘‘নিউ ইয়র্ক ও সিডনিতে ‘‘নো ল্যান্ড’স ম্যান’’ ছবির শুটিং শেষ হলো। প্রাণবন্ত একটি ইউনিটের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।’’

ইনস্টাগ্রামের ক্যাপশনে ফারুকীকে ট্যাগ করেছেন ভারতীয় এই অভিনেতা। পাশাপাশি ছবিটির নাম হ্যাশট্যাগ দিয়েছেন।

শুটিংয়ে ফারুকীর, নওয়াজুদ্দিন সিদ্দিকি ও মেগান মিশেল (ডানে)ছবিটির গল্প দক্ষিণ এশিয়ার একজন মানুষকে ঘিরে। আমেরিকায় অস্ট্রেলিয়ার এক তরুণীর সঙ্গে সাক্ষাতের পর তার জীবনটা অদ্ভুতভাবে বদলে যায়।

ইংরেজি ভাষায় নির্মিত এই ছবিতে নওয়াজুদ্দিন ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী তাহসান ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান।

এশিয়া, অস্ট্রেলিয়া ও আমেরিকা মহাদেশের গল্প আছে ‘নো ল্যান্ডস ম্যান’-এ। কিছুদিন পর শুরু হবে ভারতের অংশের শুটিং। আগামী দেড় মাসের ভেতর শেষ হবে এই ছবির শুটিং।

২০১৪ সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ফান্ড জেতে ‘‘নো ল্যান্ড’স ম্যান’’। একই বছর ভারতে ফিল্ম বাজারে সেরা প্রজেক্ট নির্বাচিত হয় এর পাণ্ডুলিপি।

নওয়াজুদ্দিন ছাড়াও ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজেও।সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ-বিডি।

সূত্র: বাংলা ট্রিবিউন ও প্রথম আলো

প্রথম প্রকাশ (শেষ হলো ‘নো ল্যান্ডস ম্যান’) ৫ জানুয়ারি। প্রথম আলো অনুসারে সংশোধন ৮ জানুয়ারি।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

[wordpress_social_login]

Shares