Select Page

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’তে বাপ্পী-অপু

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’তে বাপ্পী-অপু

১৬ বছর পর রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সিক্যুয়াল নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। ২০১৭ সালের শেষ দিকে এ ঘোষণা আসে।

তখন জানানো হয়েছিল শিগগিরই সিক্যুয়ালের নায়ক-নায়িকা চূড়ান্ত করা হবে। এবার জানা গেল নায়ক-নায়িকার নাম। রিয়াজের জায়গায় এ ছবিতে নায়ক হিসেবে থাকছেন বাপ্পী চৌধুরী। নায়িকা হিসেবে থাকছেন অপু বিশ্বাস।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দুই তারকা।

এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, “মানুষের অনেক ভালোবাসা পেয়েছি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নির্মাণ করে। এরপর নিজের মধ্যে দায়বদ্ধতাও অনেক বেড়েছে। এবার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ নির্মাণেও সবার ভালোবাসা পাব বলে আশা করছি।”

২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি। পরের বছরই কলকাতায় ছবিটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ছবিটি সেখানেও ব্যবসাসফল হয়।


মন্তব্য করুন