Select Page

শ্যামলীতে ‘মিস্টার বাংলাদেশ’কে হটিয়ে তিন শো দখল ‘দেবী’র

শ্যামলীতে ‘মিস্টার বাংলাদেশ’কে হটিয়ে তিন শো দখল ‘দেবী’র

# দর্শক স্বল্পতার কারণে শ্যামলী হলে ‘দেবী’কে তিন শো ছেড়ে দিল ‘মিস্টার বাংলাদেশ’
# প্রথমবারের মতো একই দিনে ভিন্ন ভিন্ন ছবির প্রদর্শনী হচ্ছে এ হলে
# ষষ্ঠ সপ্তাহেও হলটিতে দেখা যাবে ‘দেবী’
# দেখে নিন পঞ্চম সপ্তাহের হল তালিকা

দর্শক চাহিদার কারণে শ্যামলী হলে একই দিনে আলাদা আলাদা শোতে প্রদর্শিত হচ্ছে দুই ছবি। মূলত চলতি শুক্রবার মুক্তি পাওয়া ‘মিস্টার বাংলাদেশ’ ভালো সাড়া না পাওয়ায় এমনটা করতে বাধ্য হলো হল কর্তৃপক্ষ।

হল সূত্র জানায়, রবিবার সকাল ১০ ও সাড়ে বারোটার শো’তে দেখা যাচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’। বাকি তিনটি শো ‘দেবী’র। আরও জানা যায়, আগামী সপ্তাহেও প্রদর্শিত হবে জয়া আহসান প্রযোজিত ও অভিনীত সিনেমাটি।

শ্যামলী ছাড়া টানা ৫ম সপ্তাহ ‘দেবী’ চলছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ) ও লিবার্টিতে (খুলনা)। টানা তৃতীয় সপ্তাহের মতো চলছে নওহাটার বাবুলে। এছাড়া প্রদর্শিত হচ্ছে বনানী (কুষ্টিয়া), বিলাস (সাভার) ও মমতাজে (সিরাজগঞ্জ)।

স্টার সিনেপ্লেক্স : রবি থেকে বৃহস্পতিবার: সকাল ১১, দুপুর ১.৪০, দুপুর ২, বিকাল ৪.২০ ও সন্ধ্যা ৭।
ব্লকবাস্টার সিনেমাস : সকাল ১১.৩০, দুপুর ১.৪৫, ২.৪৫, বিকাল ৪.৫৫, সন্ধ্যা ৬.৫০ ও সন্ধ্যা ৭.৩০।
সিলভার স্ক্রিন, চট্টগ্রাম : সকাল ১২.৩০ ও বিকাল ৩.০০।
শ্যামলী : দুপুর ২.৪০, বিকাল ৫.৩০ ও রাত ৮.০০।

পাশাপাশি ‘দেবী’ সগৌরবে চলছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডায়।


মন্তব্য করুন