Select Page

‘শ্যামলী সিনেমা’র পর্দা উঠল

‘শ্যামলী সিনেমা’র পর্দা উঠল

cinema-hallআনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো  শ্যামলী সিনেমার। শনিবারে নতুন এ প্রেক্ষাগৃহে খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো‘ ছবির প্রিমিয়ার হয়ে গেলো। বাংলা নববর্ষের দিন থেকে দর্শকরা এখানে ছবি দেখার সুযোগ পাবেন।

পাঁচ বছর আগে ভেঙে ফেলা হয় শ্যামলী হল। পরে সেখানে নির্মাণ হয় শ্যামলী স্কয়ার। চলচ্চিত্রপ্রেমীদের দাবি ছিল, এই ভবনে তৈরি করতে হবে আধুনিক প্রেক্ষাগৃহ। দীর্ঘদিনের প্রস্তুতির পর চলচ্চিত্র প্রদর্শনের জন্য তৈরি শ্যামলী সিনেমা। শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগৃহে রয়েছে ৩০৬টি আসন। সেই সাথে ডলবি ডিজটাল সাউন্ড।

প্রিমিয়ার শো-তে বক্তব্য রাখেন শ্যামলী সিনেমার ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাফিজ। তিনি বলেন, আগামীতে এখানে আরো কয়েকটি হল নির্মিত হবে।

এতে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ওই চলচ্চিত্রের কলা-কুশলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।


২ টি মন্তব্য

  1. সাব্বির

    মোহাম্মদপুরের বাসীদের জন্য এটা খুবই দারুন খবর। এখন মনে হচ্ছে আমাদের চলচিত্র ধীরে ধীরে হাটতে শুরু করেছে… এক সময় দৌড়াবে।। অনেক অনেক শুভ কামনা রইল এই হলের জন্য। আশা করি সামনের দিন গুলোতে সুস্থ্য ধারার ছবি প্রদর্শন করবে।

মন্তব্য করুন