Select Page

শ্যাম বেনেগাল বলছেন ‘টিজার’, শুভর দাবি ‘আনঅফিশিয়াল ট্রেলার’

শ্যাম বেনেগাল বলছেন ‘টিজার’, শুভর দাবি ‘আনঅফিশিয়াল ট্রেলার’

শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির ট্রেলার প্রকাশ পায় ১৯ মে। ১ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেইলারটি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

ট্রেলারের মান, বাজেট, ভিএফএক্স, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরিফিন শুভর কণ্ঠ নিয়ে প্রশ্ন তোলেন দর্শকরা। এ নিয়ে পরিচালক শ্যাম বেনেগাল বলছেন, ৯০ মিনিটের ভিডিও দিয়ে পুরো ছবি নিয়ে মন্তব্য করা যায় না। একে টিজার বলে উল্লেখ করেন। অন্যদিকে আরিফিন শুভ এটি আনঅফিশিয়াল ট্রেলার।

এ বিষয়ে নিউজবাংলা জানায়, ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের চ্যানেলে প্রকাশিত ভিডিওটিকে অফিশিয়াল ট্রেলার বলা হলেও বেনেগাল উত্তরে এটাকে টিজার বলেছেন।

তিনি বলেন, ‘এটি ট্রেলার নয়, টিজার। সিনেমাটির কাজ চলাকালীন অবস্থায় এটিকে কান ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাতে হয়েছে।’

ট্রেলারে যে ভিএফএক্স দেখা গেছে, এগুলোই কি চূড়ান্ত ভিএফএক্স, নাকি সিনেমায় ভিন্নতা থাকবে? বেনেগালের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আরও এক মাস লাগবে ভিএফএক্সের কাজ শেষ হতে।’

এ দিকে নায়ক আরিফিন শুভ ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটি শুধু কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্যই বানানো হয়েছে। অফিশিয়াল ট্রেলার প্রকাশ করা হবে কিছুদিনের মধ্যেই। সিনেমাটির এখনো পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কানে ট্রেলার প্রকাশের উদ্যোগ নেওয়া হলে মাত্র ১৩ দিন হাতে সময় নিয়ে এটি বানানো হয়। আর ভিএফএক্স-এর জন্য মাত্র ১০ দিন সময় নেওয়া হয়। যার ফলে কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে।’

আরিফিন শুভর বক্তব্য ছিল এমন, বলতে গেলে রান্না বান্না চলছে। এরপরেই আসলে কী রান্না হলো তা বোঝা যাবে। যেহেতু বিশাল ক্যানভাসে কাজটা হচ্ছে তাই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে এখনো দুই মাস সময় লাগবে। এরইমধ্যে আমরা অফিশিয়াল ট্রেলার প্রকাশের ব্যাপারে প্রস্তুতি নেব।

আরিফিন শুভর ভাষ্য, অফিশিয়াল ট্রেলারে এসব ত্রুটি বিচ্যুতি থাকবে না, এমনকি ডাবিংয়ে যেসকল সমস্যা রয়েছে সেসব ঠিক হয়ে যাবে বলেও জানান এই অভিনেতা।

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী।


মন্তব্য করুন