Select Page

শ্রদ্ধাঞ্জলীঃ সালমান শাহ

শ্রদ্ধাঞ্জলীঃ সালমান শাহ

Salman (4)সালমান শাহ। বাংলাদেশী চলচ্চিত্রের অকালপ্রয়াত জনপ্রিয় সুদর্শন নায়ক। মাত্র বাইশ বছর বয়সে চলচ্চিত্রের নায়ক হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। চলচ্চিত্রের ক্যারিয়ারও খুব স্বল্প সময়ের। চারবছরের চলচ্চিত্র জীবনে মোট সাতাশটি ছবিতে কাজ করেছিলেন অথচ লক্ষ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই অল্প কটা ছবিতে অভিনয় করেই। সালমান শাহ’র স্টাইল, অভিনয় প্রতিভা – আজও লক্ষ দর্শককে মোহিত করে রেখেছে। বাংলাদেশী চলচ্চিত্রে বর্তমান সময়ের অনেক অভিনেতার আদর্শ সালমান শাহ। বাংলা মুভি ডেটাবেজ পরিবারের পক্ষ থেকে এই অভিনেতার প্রতি সালাম ও শ্রদ্ধাঞ্জলী।

প্রায় আড়াই হাজার বাংলাদেশী চলচ্চিত্রের ডেটাবেজ তৈরীর কাজ মোটেই সহজ নয় – এ নির্মম সত্য বিএমডিবি টিম-কে প্রতিমুহুর্তেই অনুভব করতে হয়। তা সত্ত্বেও – ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বাংলাদেশী ছবির পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরী হবে – এ বিশ্বাস থেকে জনপ্রিয় লেখক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের চলচ্চিত্রসমগ্র তুলে ধরার পর বিএমডিবি উদ্যোগ নিয়েছে জনপ্রিয় নায়ক সালমান শাহ’র কর্মসমগ্রকে একত্রিত করার। তাঁর মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করে বাংলা মুভি ডেটাবেজ নিম্নলিখিত কার্যক্রম সম্পন্ন করেছে।

১. অভিনেতা সালমান শাহ‘র তথ্য সম্বলিত পাতা তৈরী। এ পাতায় সালমান শাহ’র ব্যক্তিগত তথ্য ও সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার পাশাপাশি তার ১৯টি স্টিল ছবি অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া চলচ্চিত্রে সালমান শাহ’র কর্মসমগ্র-ও পাওয়া যাবে।

২. সালমান শাহ’র স্ত্রী সামিরা শাহরিয়ারের তথ্য সম্বলিত পাতা তৈরী।

৩. সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত এর পরিচালক সোহানুর রহমান সোহানের এক্সক্লুসিভ সাক্ষাতকার – ‘সিসি ক্যামেরায় সালমানকে দেখেই বুঝলাম – হিরো পেয়ে গেছি‘ । বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কিভাবে সালমান শাহ-কে খুজে পেয়েছিলেন, কেন পরবর্তীতে সালমান শাহ-কে নিয়ে কাজ করেন নি, কেন সালমান শাহ আজও এত জনপ্রিয় ইত্যাদি সম্পর্কে বলেছেন।

৪. সালমান শাহ’র ছবিগুলো হলে গিয়ে দেখেছিলেন ব্লগার বিবাহিত ব্যাচেলর। সেই সময়ের অনুভূতি, সালমান শাহ’র নায়িকারা, সমসাময়িক নায়ক – ইত্যাদি প্রসঙ্গে স্মৃতিব্লগ লিখেছেন – সালমান শাহকে নিয়ে কিছু কথা

৫.  কি ঘটেছিল ৬ সেপ্টেম্বর ১৯৯৬ সালে? পূর্ণাঙ্গ ঘটনাবলী নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছিল এক রিপোর্ট। সংরক্ষনের উদ্দেশ্যে সেই রিপোর্টটি প্রকাশিত হচ্ছে বাংলা মুভি ডেটাবেজে – সালমান শাহর মৃত্যু ১৫ বছর ধরে রহস্য

সালমান শাহ অভিনীত চলচ্চিত্রসমূহের তথ্য সংগ্রহের জন্য বিএমডিবি টিম সীমিত সামর্থ্যে অক্লান্তকর পরিশ্রম করেছে কিন্তু পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরী করতে সক্ষম হয় নি। এখনো সালমান শাহ অভিনীত চলচ্চিত্রসমূহের কোন পোস্টার সংগ্রহ করা সম্ভব হয় নি, বেশীরভাগ চলচ্চিত্রের কোন স্টিল ছবি বা ভিডিও ট্রেলার পাওয়া যায় নি, তার অভিনীত চলচ্চিত্রসমূহের গানের তালিকা সম্পূর্ণ করা সম্ভবপর হয় নি ইত্যাদি। বাংলা মুভি ডেটাবেজ আশা করবে – অনলাইন পাঠকদের মধ্য থেকে কেউ উদ্যোগী হয়ে সহায়তার হাত বাড়িয়ে দেবে।

সালমান শাহ অভিনীত চলচ্চিত্রসমূহের তথ্য সংগ্রহ এবং যাচাইয়ে বিএমডিবি টিম ছাড়াও যারা সহায়তা করেছেন – সোহেল রানা ভাই, বিবাহিত ব্যাচেলর ভাই, কবি ও কাব্য ভাই, আহমেদ জাদীদ ভাই, এস এম আমিনুল ইসলাম এবং সালমান শাহ-র ফেসবুক পেইজ Salman Shah – সালমান শাহ এর নাম না জানা অ্যাডমিন – তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

ভবিষ্যতেও বাংলা মুভি ডেটাবেজ আপনাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশী চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরীর কাজ এগিয়ে নিয়ে যাবে – এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।


২ টি মন্তব্য

    • Nabil92

      দারুণ চিন্তা ভাবনা

মন্তব্য করুন