Select Page

‘শ্রাবণ তোমাকে’ শুরু

‘শ্রাবণ তোমাকে’ শুরু

আগে টিভিসিতে মডেল হিসেবে জুটি বেঁধেছিলেন ইমন ও সুপার হিরোইন খ্যাত নায়িকা শম্পা হাসনাইন। এবার তারা বড় পর্দায় জুটিবদ্ধ হলেন। ছবির শিরোনাম ‘শ্রাবণ তোমাকে’। খবর বাংলাদেশ প্রতিদিন।

রোববার রাতে এফডিসির সুইমিং পুল চত্বরে ঘটা করে মহরত হলো ছবিটির। একই সঙ্গে একটি গানের দৃশ্যের চিত্রায়ণ হলো। রংবেরঙের ছাতার নিচে দাঁড়িয়ে নেচে-গেয়ে প্রেম করছেন তারা।

নির্মাতা কামরুল জানালেন, রোমান্টিক-অ্যাকশন গল্পের এই ছবিটিতে দর্শক বিনোদন-বিরহসহ সব সুস্থ উপাদান খুঁজে পাবেন। গানের ক্ষেত্রেও থাকছে বৈচিত্র্য। ছবির গল্প ভাবনা শম্পার।

চিত্রনাট্য তৈরি করেছেন ছটকু আহমেদ। ছবিটির বেশির ভাগ দৃশ্য ধারণ করা হবে শ্রীমঙ্গল, বান্দরবান ও রাঙামাটিতে। শম্পা বলেন, আমার দীর্ঘদিনের লালিত স্বপ্নের একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ হচ্ছে। আমার বিশ্বাস, গল্প, নির্মাণ আর গান নিয়ে অন্যরকম ভালো লাগার একটি ছবি ‘শ্রাবণ তোমাকে’ উপহার হিসেবে পেতে যাচ্ছে দর্শক।


মন্তব্য করুন