Select Page

শ্রাবন্তীর বদলে মীম

শ্রাবন্তীর বদলে মীম

meem-bg20130526045542

২৫ জুন থেকে কলকাতার নায়ক সোহমের সঙ্গে নতুন সিনেমা ‘বুলেট’ এর শুটিং শুরু করবেন বিদ্যা সিনহা মীম। এরই মধ্যে চমকপ্রদ খবর হলো, কলকাতা ও ওড়িশার নায়ক অরিন্দম রায়ের বিপরীতে শফিক হাসানের ‘রক’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

এক মাস আগেই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অরিন্দম। তার বিপরীতে নায়িকা থাকার কথা ছিল কলকাতার শ্রাবন্তীর।

শেষ পর্যন্ত পরিচালক মিমকেই পছন্দ করেছেন। জুলাইয়ের শেষ সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান মীম।

এ দিকে ঈদে মুক্তি পাচ্ছে মিম-ইমন অভিনীত তন্ময় তানসেনের চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’। বর্তমানে চলচ্চিত্রটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এ ছাড়া মু্ক্তির মিছিলে রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘সুইটহার্ট’।


মন্তব্য করুন