Select Page

‘সংগ্রাম’-এ অনুপম খের

‘সংগ্রাম’-এ অনুপম খের

5.jpg_6518.5মনসুর আলী পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘সংগ্রাম’-এ অভিনয় করছেন বলিউডের অভিনেতা অনুপম খের। গত বুধবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

ছবিতে তিনি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করবেন।

মুক্তিযোদ্ধা করিমের [অনুপম খের] গল্প বলার মধ্য দিয়েই ফ্ল্যাশব্যাকে ছবির কাহিনী এগিয়ে যাবে। লন্ডনের একজন সাংবাদিকের কাছে করিম তার মুক্তিযুদ্ধের সময়কার কথা তুলে ধরবেন।

পরিচালক জানিয়েছেন ৮ আগস্ট থেকে লন্ডনে অনুপম খের ছবিটির শুটিং-এ অংশ নেবেন। ১১ আগস্ট পর্যন্ত শুটিং-ডাবিং শেষ করে তিনি মুম্বাই ফিরে যাবেন। ‘সংগ্রাম’ ছবিতে যুবক বয়সের করিমের চরিত্রে অভিনয় করছেন আমান ও তার বিপরীতে আশা চরিত্রে আছেন রুহি

এ বছরের ১৬ ডিসেম্বর ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে বলে পরিচালক জানিয়েছেন।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন