Select Page

সং টিজার : তুমি আছো তাই

সং টিজার : তুমি আছো তাই

‘একটি সিনেমার গল্প’-এ জুটি হয়েছেন আরিফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এতদিন স্থিরচিত্র দেখে অনেকে বিচার করেছেন কেমন মানিয়েছে তাদের?

এবার ভিডিও দেখে সেই বিবেচনার সুযোগ এসেছে। সিনেমাটির একটি গানের অংশ বিশেষ বৃহস্পতিবার প্রকাশ হয়েছে ইউটিউবে।

গানটির শিরোনাম ‘তুমি আছো তাই’। কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতের পাশাপাশি আঁখি আলমগীরের সাথে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল। চিত্রায়ন হয়েছে বান্দরবানে।

‘একটি সিনেমার গল্প’-এ অন্য দুটি চরিত্রে আছেন আলমগীর ও চম্পা। আরো অভিনয় করেছেন হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

১৩ এপ্রিল মুক্তি প্রতিক্ষীত সিনেমাটি প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট।

পাঠক গানটি দেখে আপনার মতামত জানান—


মন্তব্য করুন