Select Page

সঙ্কটাপন্ন অবস্থায় শহীদুল ইসলাম খোকন

সঙ্কটাপন্ন অবস্থায় শহীদুল ইসলাম খোকন

shahidul islam khokan

ফের শারীরিক অবস্থার অবনতিতে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন। গত বৃহস্পতিবার থেকে তাকে রাজধানীর উত্তরায় আধুনিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তিনি হূদরোগ বিশেষজ্ঞ ডা. লিটুর তত্ত্বাবধানে রয়েছেন।

খোকনের স্ত্রী জয় ইসলাম ইত্তেফাককে বলেন, ‘গত বৃহস্পতিবার সকাল থেকে তার অবস্থা সঙ্কটাপন্ন হলে দুপুর ১টা ৩০ মিনিটে তাকে আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে বিকেল ৩টা ৩০ মিনিটে তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। সন্ধ্যার পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’

দূরারোগ্য মোটর নিউরো ডিজিজে (এএলএস) আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় এই চলচ্চিত্রকার। গতবছর তাকে আমেরিকায় নিয়ে চিকিত্সা করা হয়। কিন্তু ওখানকার ডাক্তাররা বলে দিয়েছেন এ রোগের কোনো চিকিত্সা নেই। বাধ্য হয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর সাময়িকভাবে ঢাকার স্কয়ার হাসপাতালে তাকে চিকিত্সা দেওয়া হয়। এ রোগে আক্রান্ত হয়ে কথা বলার শক্তিও হারিয়েছেন এ চলচ্চিত্র পরিচালক।

দীর্ঘদিন বাকরুদ্ধ অবস্থায় থাকার পর শরীরের অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে আধুনিক হাসপাতালের আইসিইউ-তে নেওয়া হয়। স্ত্রী আরও বলেন, ‘আমেরিকায় চিকিৎসার জন্য নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি। ওখানকার চিকিৎসক জানিয়েছেন, এই বিরল রোগের এখনও কোনো চিকিৎসা আবিস্কার হয়নি। কথা বলার পাশাপাশি ক্রমান্বয়ে চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন কয়েকমাস আগে।’


মন্তব্য করুন