Select Page

দেখুন সজল-নায়লার ‘রান আউট’ (ভিডিও)

দেখুন সজল-নায়লার ‘রান আউট’ (ভিডিও)

run-out-sajol-naila-nayem

প্রশ্ন জাগতে পারে ‘রান আউট‘ কবে আবার সজলনায়লা নাঈমের হলো? সিনেমাটিতে টেলিভিশনের এ হিট নায়কের বিপরীতে ছিলেন মৌসুমী নাগ ও রোমানা স্বর্ণা। আর হ্যাঁ, আইটেম গানে ছিলেন নায়লা।

সিনেমার প্রচারণার পোস্টারে ২০১৫ সালে নায়িকাদের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছিলেন নায়লা। তার একক ও সঙ্গে সজলের ছবি ব্যবহৃত পোস্টারে প্রাপ্তবয়স্কের সিল-ছাপ্পরও ছিল। সম্প্রতি সিনেমাটি ইউটিউবে উম্মুক্ত করা হয়। সেখানেও নায়লার জয়-জয়োকার।  ভিডিও ক্যাপশনে লেখা হয়েছে RUNOUT (2015) | Full Length Bengali Movie (Official) | Sajal Noor | Naila Nayem | Tarik Anam Khan

তবে বিস্তারিত অংশে তারকাদের পূর্ণ তালিকা থাকলেও নেই এ মডেলের নাম।

‘রান আউট’ পরিচালনা করেছেন তন্ময় তানসেন। ইউটিউবে সিনেমাটি ভালোই সাড়া পেয়েছে। সিনেমা বিষয়ক নানা গ্রুপে প্রশংসা সম্বলিত পোস্টও দেখা যাচ্ছে। অনেকে তন্ময়কে সিনেমায় নিয়মিত হওয়ার অনুরোধ করেছেন।

https://www.youtube.com/watch?v=w5H6QJ01YWM&feature=share


মন্তব্য করুন