
দেখুন সজল-নায়লার ‘রান আউট’ (ভিডিও)
প্রশ্ন জাগতে পারে ‘রান আউট‘ কবে আবার সজল ও নায়লা নাঈমের হলো? সিনেমাটিতে টেলিভিশনের এ হিট নায়কের বিপরীতে ছিলেন মৌসুমী নাগ ও রোমানা স্বর্ণা। আর হ্যাঁ, আইটেম গানে ছিলেন নায়লা।
সিনেমার প্রচারণার পোস্টারে ২০১৫ সালে নায়িকাদের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছিলেন নায়লা। তার একক ও সঙ্গে সজলের ছবি ব্যবহৃত পোস্টারে প্রাপ্তবয়স্কের সিল-ছাপ্পরও ছিল। সম্প্রতি সিনেমাটি ইউটিউবে উম্মুক্ত করা হয়। সেখানেও নায়লার জয়-জয়োকার। ভিডিও ক্যাপশনে লেখা হয়েছে RUNOUT (2015) | Full Length Bengali Movie (Official) | Sajal Noor | Naila Nayem | Tarik Anam Khan
তবে বিস্তারিত অংশে তারকাদের পূর্ণ তালিকা থাকলেও নেই এ মডেলের নাম।
‘রান আউট’ পরিচালনা করেছেন তন্ময় তানসেন। ইউটিউবে সিনেমাটি ভালোই সাড়া পেয়েছে। সিনেমা বিষয়ক নানা গ্রুপে প্রশংসা সম্বলিত পোস্টও দেখা যাচ্ছে। অনেকে তন্ময়কে সিনেমায় নিয়মিত হওয়ার অনুরোধ করেছেন।
আমাদের সুপারিশ