Select Page

সবোর্চ্চ পারিশ্রমিক মালেক আফসারীর

সবোর্চ্চ পারিশ্রমিক মালেক আফসারীর

malek-afsary

শহীদুল ইসলাম খোকনমালেক আফসারী দুইজনই বন্ধু। কিন্তু এক সময় খোকনকে ঈর্ষা করতেন আফসারী। কারণ পারিশ্রমিকে খোকন ছিলেন শীর্ষ নির্মাতা। এবার পরিচালক হিসেবে নতুন রেকর্ড গড়লেন আফসারী।

নতুন সিনেমা ‌‘দ্য হিটার’র জন্য ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন আফসারী। এর আগে সর্বোচ্চ ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন খোকন।

মালেক আফসারী বর্তমানে পিরোজপুরে ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিং করছেন। সেখান থেকে মোবাইলে কালের কণ্ঠকে বলেন, ‘আমি বরাবরই বেছে বেছে ছবি পরিচালনা করি। বছরে খুব বেশি হলে দুটি ছবি বানাই। কিন্তু এ বছর বাধ্য হয়ে তিনটি ছবি করতে হবে। এর মধ্যে জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিও আছে। প্রযোজককে বলেছিলাম অন্য কাউকে নিতে। কিন্তু তিনি নাছোড়বান্দা। আমি যে পারিশ্রমিক চেয়েছি, তাতেই রাজি হয়েছেন। চুক্তিবদ্ধ করার সময় অর্ধেক পারিশ্রমিক দিয়েছেন। এখন ছবিটি না নির্মাণ করে উপায় নেই।’

‘দ্য হিটার’-এর শুটিং মে মাস থেকে শুরু হবে বলে জানান আফসারী। ‘অন্তর জ্বালা’র শুটিং শেষে নতুন এই ছবির পাত্র-পাত্রী নির্বাচন করবেন তিনি।


মন্তব্য করুন