Select Page

সব টিকিট ‘হাওয়া’!

সব টিকিট ‘হাওয়া’!

অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়লো মেজবাউর রহমান সুমন  পরিচালিত ‘হাওয়া’।  ২৯ জুলাই মুক্তির দিন থেকে বেশ কিছু হলে কয়েক দিনের বুকড হয়ে গেছে।

নারায়ণগঞ্জের মিনিপ্লেক্স ‘সিনেস্কোপে’ মুক্তির প্রথম ৩ দিনের টিকিট বিক্রি শেষ।

সিলেটের গ্র‍্যান্ড সিনেপ্লেক্সে প্রথম ৩ দিনের টিকিট বিক্রি শেষ। চতুর্থ দিনের টিকিট বিক্রি চলছে। ‘হাওয়া’র মাধ্যমে এ হলটি সবার জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।

সিরাজগঞ্জের মিনিপ্লেক্স ‘রুটস সিনেক্লাবের’ প্রথম ২ দিনের টিকিটে বিক্রি শেষ। তৃতীয় দিনের ৭০ ভাগ টিকিটও বিক্রি হয়ে গেছে।

শ্যামলী সিনেমা হলে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। মুক্তির প্রথম ৫-৬ দিনের টিকিট বিক্রি চলছে। এই সিনেমার অগ্রীম টিকিট বিক্রির পরিমাণে তারা খুবই খুশি।

কেরাণীগঞ্জের লায়ন সিনেমাসেও প্রচুর অগ্রীম টিকিট বিক্রি হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সে আজ থেকে অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে।

মধুমিতা সিনেমা হলে বৃহস্পতিবার থেকে অগ্রীম টিকিট বিক্রি করা হবে।


মন্তব্য করুন