Select Page

নলিনী/ বাংলাদেশের এক সিনেমায় ভারতের ১৮ অভিনেতা

নলিনী/ বাংলাদেশের এক সিনেমায় ভারতের ১৮ অভিনেতা

বাংলাদেশে শোবিজ দিন দিন ভারত-নির্ভর হয়ে চলছে। এবার দেশটির দুই ইন্ডাস্ট্রির অভিনেতাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘নলিনী’। এমমনি চিত্রনাট্যকার থেকে পরিচালক ও চিত্রগ্রাহকও প্রতিবেশী দেশের। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের বসুন্ধরা এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ছবি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে!

বাংলাদেশি ছবি ‘নলিনী’-তে ভারতীয় পরিচালক, চিত্রগ্রাহক, চিত্রনাট্যকার এবং ১৪ জন অভিনয়শিল্পী সহ মোট ১৮ জনকে অনুমতি দিয়ে মন্ত্রণালয় এক লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করলে তথ্যগুলো চাউর হয়।

সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে ভারতীয় শিল্পীদের নলিনী সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার কথা জানানোর পাশাপাশি তাদের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাবদ ২ কোটি রুপির বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ লাখ রুপি ব্যাংকিং চ্যানেলে ভারতে পাঠানোর অনুমতির কথাও উল্লেখ করা হয়।

‘নলিনী’ পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। ভারতীয় তারকায় ভরপুর এই সিনেমায় অভিনয় করছেন শর্মিলা ঠাকুর, পরান বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জেরকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, ঋতাভরী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, সমুদ্রনীল, শুভজিৎ দাস ও রণজয় বিষ্ণু।

সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে ড. তনিমা ভট্টাচার্য ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে রয়েছে সাগরিকা চ্যাটার্জির নাম রয়েছে। এছাড়াও চিত্রগ্রহণে থাকছেন অভীক মুখোপাধ্যায়।

‘নলিনী’-তে ভারতীয় ছাড়াও বাংলাদেশ থেকে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এমনকি ছবিটির শুটিং কবে ও কোথায়, এ নিয়েও কোনো তথ্য জানা যায়নি।


মন্তব্য করুন