Select Page

সমালোচকরা বললেন ‘রোবটিক’ তাসকিন!

সমালোচকরা বললেন ‘রোবটিক’ তাসকিন!

‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান তাসকিন রহমান। এবার নায়ক হয়ে সমালোচনার কবলে পড়লেন তিনি। তার এক্সপ্রেশন নাকি রোবটের মতো!

সম্প্রতি তাসকিন অভিনীত ‘বয়ফ্রেন্ড’ সিনেমার ‘মনে মনে গোপনে’ শিরোনামের গানে দেখা গেল তাসকিন ও লোপা নাহারকে। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মাণ করেছেন উত্তম আকাশ ও নেহাল দত্ত। গানটি দেখ সোশ্যাল মিডিয়ার হতাশা প্রকাশ করেছেন অনেকে।

ফেসবুকে রহমান মতি লেখেন, “স্টারডমকে ব্যালেন্স করতে না পারলে সমালোচনা সহ্য করতেই হবে। ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে তাসকিন রহমানকে দর্শক খলনায়কের ভূমিকাতে ভিন্ন কিছু পেয়েছিল। খলনায়কের টিপিক্যাল কালচারে তাকে আধুনিক লেগেছিল। তাই সঙ্গত কারণেই খলনায়ক হিশেবেই দর্শক চেয়েছে তাকে। কিন্তু ঐ যে আমাদের স্টারদের মধ্যে নায়ক হবার এক চরম আগ্রহ আছে সেটাকে পাশ কাটাতে পারে না।

হিরোইজম থাকবে সবাই নায়ক নায়ক বলবে আলাদা ফ্লেভার পাওয়া যাবে ঠিক এই নেশাতেই তাসকিনকে এবার ‘বয়ফ্রেন্ড’ নামের এই গানে রোবোটিক হিরো দেখা গেল। তার ড্যান্স স্টেপ ছিল ব্যায়ামের মতো। এক জায়গায় দাঁড়িয়ে হাত নাড়ানোকে ড্যান্স বলে না। নায়িকা তো কোনোভাবেই নায়িকার কাতারে পড়ে না। বিরক্তিকর। গানের ভাষাও রুচিশীল না।

তাসকিন সমালোচনা থেকে কিছু নিতে যদি পারে নিক এবং খলনায়কের ভূমিকায় ফিরে যাক। স্টারদের পার্সোনাল চয়েজের থেকে দর্শক প্রত্যাশাকে গুরুত্ব দেয়া সবচেয়ে জরুরি। অতীতে যারাই এটা করেছে তারা সবাই সফল ক্যারিয়ার গড়েছে। তাসকিন রহমানও তাই করুক।”

এদিকে আবদুল্লাহ আল-মানী লেখেন, ‘পুরো হতাশ। নিজের জোনে ফিরে যান, মাঝে মাঝে ভিলেন রাও অভিনেতা হয়, সেটা হবার চেস্টা করুন। সব সময় নায়ক হতে হবে এ চিন্তা ছেড়ে দিন। যদি ভেবে থাকেন ভারতে বিদ্যুত জামওয়াল পারলে আমি কেন পারব না? তাহলে নিজে তার অভিনীত সিনেমাগুলো দেখে নিন আরো একবার তাহলে বুঝবেন পার্থক্য কোথায়।

তাসকিন ভক্তরা কস্ট পেয়ে থাকলে দুঃখিত কিন্তু এটাই সত্য। নাচের মুদ্রাতে জড়তা, রোবটিক এক্সপ্রেশন সব মিলিয়ে এটা কিছুই হয় নি।’


মন্তব্য করুন