Select Page

সমালোচনার মুখে সরানো হলো ‘কমান্ডো’ টিজার

সমালোচনার মুখে সরানো হলো ‘কমান্ডো’ টিজার

সমালোচনার মুখে সরিয়ে ফেলা হলো শামীম আহমেদ রনী পরিচালিত ‘কমাব্ডা’র টিজার। এ ছবিতে জঙ্গিবাদ বিরোধী অভিযাবে দেখা যায় ভারতীয় সুপারস্টার দেবকে।

টিজার প্রকাশের পর একটি পক্ষ জানায়- খুবই ক্লিশেভাবে ইসলামকে তুলে ধরা হয়েছে।

ভিডিওটি সরানো প্রসঙ্গে রনী ফেসবুকে লেখেন-

“”কমান্ডো” টিজার সরিয়ে নেয়া প্রসঙ্গেঃ

গত ২৫শে ডিসেম্বর “শাপলা মিডিয়া” প্রযোজিত, আমার পরিচালিত “কমান্ডো” ছবির টিজার রিলিজ হয়েছে।

কিন্তু সারাদেশের ধর্মপ্রাণ মুসলিম’রা টিজারের কিছু অংশে কষ্ট পেয়েছেন।

আমি বা আমার প্রযোজক তাঁদের বলতে চাই, আমাদের কোনও উদ্দেশ্য ছিল না পবিত্র কলেমা কিংবা ইসলামের অবমাননা। পুরো ছবিটা দেখলে উল্টো সবাই বুঝতে পারতো আমরা ইসলাম কে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি। বরং যারা অপব্যাখ্যা করে ছবিটা তাদের বিরুদ্ধে।

আমি বা আমার প্রযোজক’ও মুসলিম। ইসলামের জন্য অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবোও না।

তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় আমি, আমার টীম দুঃখ ও ক্ষমা প্রকাশ করছি এবং তাঁদের বক্তব্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা “কমান্ডো” র টিজার টি Dev Entertainment Ventures চ্যানেল থেকে রিমুভ করে দিচ্ছি।

একই সাথে যারা টিজারটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, তাদেরকেও রিমুভ করে দেয়ার জন্য অনুরোধ করছি।
খুব শীঘ্রই আমরা টিজারটি নতুন ভাবে সম্পাদনা করে প্রকাশ করবো। “


মন্তব্য করুন