Select Page

সহকর্মীদের নিয়ে রোজিনার ‌লেট বার্থডে পার্টি

সহকর্মীদের নিয়ে রোজিনার ‌লেট বার্থডে পার্টি

২০ এপ্রিল ছিল আশি-নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়িকা রোজিনার জন্মদিন। জন্মদিন ঘরোয়াভাবে উদযাপিত হলেও সহকর্মীদের নিয়ে আয়োজন করেন রোববার সন্ধ্যায়। নিজ হাতের নানারকম রান্না করেছিলেন রোজিনা।

এ আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, উজ্জল, জাবেদ, সোহেল রানা, ইলিয়াস কাঞ্জন, মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ, আমিন খান, বাপ্পারাজ, সম্রাট, সাইমন সাদিক, অঞ্জনা, নূতন, অরুণা বিশ্বাস, পপি, নিপুন প্রমুখ।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, “খুবই ভালো সময় কেটেছে। প্রিয় মানুষদের সান্নিধ্যে। গল্প, আড্ডা হয়েছে। নিজ হাতে আমের আচার আর কিছু মিস্টি তৈরি করেছিলাম। সবাই খুব উপভোগ করেছে।”

২০০৫ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘রাক্ষুসী’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন রোজিনা। বেশির ভাগ সময় বরের সঙ্গে লন্ডনে থাকেন তিনি।

এখনও আগ্রহ রয়েছে অভিনয়ে। কিন্তু উপযুক্ত চরিত্র ও ভালো নির্মাতার অভাবে বড়পর্দায় ফেরা হচ্ছে না তার।

তবে, অভিনয়ের চেয়েও নির্মাণে আগ্রহটা এখন বেশি রোজিনার। চলচ্চিত্রের পরিবেশ ফিরলে, প্রযোজক টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা পেলে তবেই নির্মাণে হাত দেবেন তিনি। চলচ্চিত্র পরিবারের চলমান আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছেন তিনি।

১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় রোজিনা।

আশির দশকের মাঝমাঝিতে পাকিস্তানে ‘হাম দো হ্যায়’ ছবিতে অভিনয় করে আলোচিত হন।

ভারতের জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নায়ক নাদিমসহ ভারতীয় উপমহাদেশের অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন আড়াই শ’র মতো চলচ্চিত্রে।

খবর : বিডি নিউজ টোয়েন্টিফোর
ছবি : অরণ্য জিয়া


মন্তব্য করুন