Select Page

সহশিল্পী হিসেবে দেশী শিল্পীকেই চান রিয়াজ!

সহশিল্পী হিসেবে দেশী শিল্পীকেই চান রিয়াজ!

Riaz bidya sinha mim in sweet heart bangla filmওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমা সুইট হার্ট মুক্তির মধ্যে দিয়ে প্রায় দুই বছর পর বড়পর্দায় ফিরেছেন রিয়াজ। সুইট হার্ট চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে বাংলানিউজকে দেয়া এক্সক্লুসিভ এক সাক্ষাতকারে রিয়াজ জানিয়েছেন – সহশিল্পী হিসেবে তার পাশে  দেশী শিল্পীকেই চান তিনি।

জনপ্রিয় এ চিত্রনায়ক এমন সময় এ কথা বললেন যখন যৌথ প্রযোজনায় ছবি নির্মানের এক প্রকার হিড়িক পড়েছে এবং কলকাতার নায়করা এ সকল চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। এ বিষয়ে এগিয়ে থাকা প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে জাজ মাল্টিমিডিয়া অন্যতম। রিয়াজের এ উক্তি হয়তো জাজ মাল্টিমিডিয়াকেই নির্দেশ করে।

অবশ্য এর আগেও জাজ মাল্টিমিডিয়াকে দায়ী করে নেতিবাচক মন্তব্য করেছিলেন রিয়াজ। গত বছরের মাঝামাঝিতে বর্তমান সময়ের চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার হাতে জিম্মী এমন উক্তি করে আলোচনা তৈরী করেছিলেন রিয়াজ। জাজ মাল্টিমিডিয়া তখন রিয়াজের এ উক্তির জবাবও দিয়েছিল।

সুইট হার্ট চলচ্চিত্রে রিয়াজের উপস্থিতি খুব বেশি সময়ের জন্য নয়, তবে স্বল্প উপস্থিতিই তার ভক্ত দর্শকদের উৎসাহিত করবে ছবিটি দেখতে যাওয়ার জন্য। খুব শীঘ্রই মেহের আফরোজ শাওনের প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’-র প্রধান চরিত্রে অভিনয় করে রিয়াজ আবারও উপস্থিত হবেন বড়পর্দায়, তবে এর পরে আবার কবে দেখা যাবে তা কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।


মন্তব্য করুন