Select Page

সাতদিনেই শেষ ‘শনিবার বিকেল’!

সাতদিনেই শেষ ‘শনিবার বিকেল’!

বছর দেড়েক আগে ‘হলি বেকারি’ নামের এক টেকের সিনেমার ঘোষণা দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। সরাসরি না জানালেও সেই ছবি ‘শনিবার বিকেল’ (স্যাটারডে আফটারনুন) নামে নির্মাণ করছেন। আর মাত্র সাতদিনে শেষ হবে সিনেমাটির দৃশ্যায়ন।

এতে ৮টি দেশের শিল্পীরা অভিনয় করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন অস্কার মনোনীত ‘ওমর’-এর অভিনেতা ইয়াদ হুরানী, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় প্রমুখ।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বরাত দিয়ে রাইজিং বিডি জানায়, ঢাকার কোক স্টুডিওতে এর দৃশ্যায়ন চলছে। ইতোমধ্যে চার দিনের শুটিং শেষ হয়েছে। আর তিন দিন শুটিং করলেই পুরো সিনেমার শুটিং শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ‘প্রতিদিন আড়াই ঘণ্টা থেকে ৩ ঘণ্টা শুটিং করা হয়। প্রত্যেকটি শট একবারই টেক নেয়া হয়। সাত দিন শুটিং করলে পুরো সিনেমার শুটিং শেষ হবে।’

এর আগে সিনেমার কলাকুশলীদের নিয়ে মহড়া করেছেন এর নির্মাতা। জাজ মাল্টিমিডিয়া ছাড়াও সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে রয়েছে ছবিয়াল ও জার্মানির টেনডেম প্রোডাকশনস।


মন্তব্য করুন