Select Page

সাত নায়ক, এক নায়িকা নিয়ে সাত পরিচালকের ‘রণযোদ্ধা’

সাত নায়ক, এক নায়িকা নিয়ে সাত পরিচালকের ‘রণযোদ্ধা’

এক নায়িকার বিপরীতে সাত নায়ককে নিয়ে ‘মুক্তি’ নির্মাণ করছেন ইফতেখার চৌধুরী। এবার এলো অন্য ধরনের একটি ছবির খবর।

নতুন ছবিতে পরিচালকও সাতজন। সাত নায়ক ও এক নায়িকার এই ছবির নাম ‌‘রণযোদ্ধা’।

বেশ আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, মুক্তিযুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে নির্মিত যাচ্ছে বড় বাজেটের একটি ছবি। এবার জানা গেল, নতুন এ ছবিতে সাত বীরশ্রেষ্ঠের পাশাপাশি একজন বীরাঙ্গনার গল্পও থাকছে। একাধিক সংবাদমাধ্যমকে প্রযোজক সাকিব সনেট ছবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যানার হিসেবে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্য ফিল্মস ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।

একই কাহিনিতে সাত বীরশ্রেষ্ঠের সাতটি গল্প সমান্তরালভাবে ছবিতে দেখানো হবে। সাতজন পরিচালক এই গল্পগুলো শুট করবেন।

ছবিটির সাতজন পরিচালক হলেন কাওসার আহমেদ, সানী সানোয়ার, রাশিদ পলাশ, গৌতম কৈরী, সাকিব সনেট, কামরুল রিফাত ও রাইসুল ইসলাম অনিক।

ইতিমধ্যে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইয়ামিন হক ববি। অন্যদিকে বীরশ্রেষ্ঠ চরিত্রে শাকিব খানসহ শীর্ষ সাত নায়ককে প্রস্তাব দেওয়া হবে।

বাংলা ট্রিবিউন জানায়, আগামী ফেব্রুয়ারি মাসে ঘটা করে এর মহরত অনুষ্ঠান হবে। শাকিব খানসহ আরও জনপ্রিয় ৩ নায়ককে ইতোমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে ইতিবাচক। রোজার পর শুরু হবে শুটিং।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares