Select Page

সামনের বর্ষায় শুরু হবে বাঁধনের নতুন ছবি

সামনের বর্ষায় শুরু হবে বাঁধনের নতুন ছবি

 ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে বিশ্ব জয় করলেও এরপর ওয়েব সিরিজ ছাড়া আর কোনো সিনেমায় দেখা যায়নি আজমেরী হক বাঁধনকে। এবার তার ভক্তদের অপেক্ষা শেষ হতে চলেছে, যদি না তাহসানের সঙ্গে ঘোষিত সিনেমার পরিণতি না ঘটে!

জানা গেছে, ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’, ওয়েব সিরিজ ‘কলি ২.০’, ওয়েব ছবি ‘মাইনকার চিপায়’, ‘আধখানা ভালো ছেলে আধখানা মাস্তান’, ‘ওয়ান পিস মেইড কারিগর ইজ ডেড’-খ্যাত আবরার আতহার নির্মাণ করতে যাচ্ছেন প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি।

কালের কণ্ঠ এর প্রতিবেদনে জানায়, এখনই ছবির নাম প্রকাশে অনিচ্ছুক আবরার। এরই মধ্যে ছবি নির্মাণের সব প্রস্ততি সম্পন্ন করেছেন। পরিচালকের নিজের জীবনের একটা কঠিন সময়ের গল্প নিয়ে ছবির গল্প। দুই বছর ধরে লিখেছেন পাণ্ডুলিপি।

আবরার বলেন, ‘গত দুই বছরে আমি মানসিকভাবে অনেক ভাঙাগড়ার মধ্য দিয়ে গেছি। তবু আমি থামিনি। বড় পর্দার জন্য সিনেমা নির্মাণের স্বপ্ন আমার অনেক দিনের। জীবনের অন্য সব কিছু একপাশে রেখে আমি সিনেমাটা নির্মাণে মন দিয়েছি। ছবির গল্পটা মানুষকে নতুন করে বাঁচতে শেখাবে।’

ছবিতে অভিনয়ের জন্য আজমেরী হক বাঁধনকে পছন্দ করার কারণও জানালেন আবরার। বাঁধনের জীবনেও অনেক ওঠানামার গল্প আছে। সে কারণেই বাঁধনকে নিয়েছেন।

আবরার বলেন, ‘গল্পটা নিয়ে আমি আর বাঁধন অনেক দিন বসেছি। বাঁধন সিঙ্গেল মাদার। আমি যখন ওকে প্রথমবার গল্পটা বলেছি, ও কেঁদেছে। বাঁধনও আমাকে প্রতিনিয়ত তাড়া দিচ্ছে ছবিটি করার জন্য। তবে এখনো আনুষ্ঠানিকভাবে ওর সঙ্গে চুক্তি হয়নি।’

ছবিটিতে অন্য অভিনয়শিল্পী ও কলাকুশলীর কথা জানাবেন শিগগির। এ বছরের বর্ষাকালে ছবির শুটিং শুরু করতে চান আবরার।


মন্তব্য করুন