Select Page

সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’

সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’

2.jpg_3913_0.2দীর্ঘ বিরতির পর নতুন চলচ্চিত্র নিয়ে ফিরছেন পরিচালক সামিয়া জামান।

ছবির নাম ‘আকাশ কত দূরে’। এটি তার পরিচালনায় দ্বিতীয় চলচ্চিত্র। গতবছরই ছবিটির কাজ শেষ হয়েছিল। ইতিমধ্যে সেন্সর সনদও পেয়ে গেছেন। এই বছরে সুবিধাজনক কোন সময়ে ছবিটি মুক্তি পেতে পারে বলে তিনি জানান।

নাগাল না পাওয়া স্বপ্নের পেছনে ছুটার গল্প নিয়ে আবর্তিত এই ছবি। এই ছবির দুটো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক মিশা সওদাগর

বর্তমানে আরো বড় ক্যানভাসে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে কাজ করার অপেক্ষায় আছেন ‘রাণীকুঠির বাকি ইতিহাস’খ্যাত এই পরিচালক।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন