Select Page

সারাদেশে ‘লাভার নাম্বার ওয়ান’

সারাদেশে ‘লাভার নাম্বার ওয়ান’

bappy-porimoni1430796486

সারাদেশে শুক্রবার মুক্তি পেল ফারুক ওমর পরিচালিত ‘লাভার নাম্বার ওয়ান’। ছবিটি নির্মিত হয়েছে মাতৃছায়া চলচ্চিত্রের ব্যানারে।

ত্রিভুজ প্রেমের এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, পরী মনি, তানিয়া বৃষ্টি, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, রেহানা জলি, শানু শিবা, সুব্রত, আলীরাজ ও মিশা সওদাগর।

কাশেম আলী দুলালের রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে ‘লাভার নাম্বার ওয়ান’ ছবিটি নির্মিত হয়েছে। শুটিং হয়েছে ঢাকা ও দিনাজপুরের বিভিন্ন লোকেশনে। কবির বকুল ও সুদীপ কুমার দীপের কথায় ছবিটিতে মোট গান রয়েছে পাঁচটি। সবগুলো গানের কম্পোজিশন করেছেন আলী আকরাম শুভ। কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, এস আই টুটুল ও খেয়া।

1

‘লাভার নাম্বার ওয়ান’ বাপ্পি-পরীমনি জুটির প্রথম ছবি। অন্যদিকে ভিট সুপার মডেল তানিয়া বৃষ্টির প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র। অন্যদিকে পরিচালক ফারুক ওমরের প্রথম সিনেমা ‘লাভার নাম্বার ওয়ান’। তিনি বলেন, দর্শকদের জন্য ছবিটি নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস ছবিটি সকল শ্রেণীর দর্শকের ভাল লাগবে।

এই ছবিটির মধ্য দিয়ে পরপর দুই সপ্তাহে নতুন দুটি ছবি মুক্তি পাচ্ছে পরী মনির। আগের শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘আরো ভালোবাসবো তোমায়’তে তার অভিনয় প্রশংসিত হয়।


মন্তব্য করুন