Select Page

‘হাম তুম’র গানের সুর ‘আশিকী’তে (ভিডিও)

‘হাম তুম’র গানের সুর ‘আশিকী’তে (ভিডিও)

অনলাইনে মুক্তি পেল  অশোক পাতিআব্দুল আজিজ পরিচালিত ‘আশিকী’ চলচ্চিত্রের আরেকটি গান। চমৎকার কোরিওগ্রাফিতে চিত্রায়িত গানটির শিরোনাম ‘মেয়েদের মন বোঝা’। বেশ মিষ্টি ট্র্যাকটি শুনলে একসময় মনে হতে পারে গানটি কোথায় যেন শুনেছেন।

২০০৪ সালে মুক্তি পায় কুনাল কোহলি পরিচালিত হিন্দি সিনেমা ‘হাম তুম’। সাইফ আলী খান ও রাণী মুখার্জী অভিনীত সিনেমাটি সে সময় বেশ সাড়া ফেলে। ওই সিনেমার একটি গান ‘লাড়কি কো না জানে কো’। শান ও অলকা ইয়াগনিকের গাওয়া গানটিতে সুর করেন যতীন-ললিত।

সে গানের সুর ও থিমের সঙ্গে মিলে যায় ‘আশিকী’র ‌‘মেয়েদের মন বোঝা’ গানটির। ওই সিনেমায় প্রেম একটি ভ্রমণের মতো, ‘আশিকী’ও বলছে ঐতিহাসিক প্রেমের পুনার্বিস্কার। এখন গানের মিল ধরে কেউ অন্য মিল খুঁজতে গেলেই ঝামেলা। তারপরও আশা থাকে, দর্শক নতুন কিছু পাবে।

11921669_496722560477879_6266376600840937726_n

‘মেয়েদের মন বোঝা’ গানটি নানা কারণ স্বস্তিদায়ক। এর মধ্যে একটা হলো ‘তোর আশিকী’ গানের সেট ততটা ভালো লাগে না। প্রেমের সঙ্গে খোলামেলা প্রান্তরের যে সম্পর্ক তা ওই গানে ছিল না। নতুন গানটি বেশ মজার, দৃশ্যায়নেও আরাম পাওয়া যায়। আর নুসরাত ফারিয়াকে বেশ কিউটভাবে দেখা যাবে। আগের গানে ও টিজারে কেমন যেন দেখতে দেখতে হারিয়ে যাওয়ার অবস্থা।

‘মেয়েদের মন বোঝা’ গেয়েছেন স্যাভি ও কনা। প্রকাশ হয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট)। দৈর্ঘ্য ৪ মিনিট ২২ সেকেন্ড।

‌‘আশিকী’ মুক্তি পাবে ঈদুল আজহায়।


মন্তব্য করুন