Select Page

সারাদেশে শুভ-মাহি

সারাদেশে শুভ-মাহি

isuvo_banglanews24_524456158

আরিফিন শুভমাহিয়া মাহি অভিনীত এবং সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ মুক্তি পেয়েছে শুক্রবার। ম্যাপল ফিল্মসের ব্যানারে এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন টপি খান।

আব্দুল্লাহ জহির বাবুর লেখা গল্পের চলচ্চিত্র ‘ওয়ার্নিং’-এ সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। অ্যাকশনধর্মী এ চলচ্চিত্রে দ্বিতীয়বার জুটি হলেন জনপ্রিয় দুই তারকা শুভ ও মাহি।

এর আগে বেশ কয়েকবার ‘ওয়ানিং মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে যায়। এবার ৮০টির বেশি সিনেমা হলে মুক্তি পেল।

‘ওয়ার্নিং’ চলচ্চিত্রের গান লিখেছেন কবির বকুল। সব কয়টি গানের সুর সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গান গেয়েছেন জেমস, শাফিন আহমেদ, রূপম, সায়মন, কণা, ন্যান্সি, তৌসিফ ও রুমা।


মন্তব্য করুন