Select Page

সালমানের জন্য শুভর কান্না

সালমানের জন্য শুভর কান্না

অকাল প্রয়াত নন্দিত নায়ক সালমান শাহ্ এর লাখো ভক্তের মধ্যে এ প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ অন্যতম। তার ভাষায়, ‘শুধু সালমানই নয়, তাকে যারা চিনতেন, তার সঙ্গে কাজ করেছিলেন, সেসব মানুষদের আমি অন্য চোখে দেখি আজও।’

সালমান শাহকে নিয়ে এমন আরও অনেক কথা বলতে বলতে আরিফিন শুভর গলা ধরে আসে। ঝরঝর করে কাঁদতে থাকেন তিনি। অশ্রুসজল কণ্ঠে স্মৃতি হাতড়ে শুভ বলেন, ‘মনে পড়ে, আমি যখন বিএফডিসি’তে প্রথম কাজ করতে যাই, তিন নম্বর ফ্লোরের প্রতিটি দেয়াল আমি ছুঁয়ে দেখছিলাম। অদ্ভুত এক ভাবনায় আন্দোলিত হচ্ছিলাম। বার বার মনে হচ্ছিল, এখানে সালমান শাহ্ শুটিং করেছেন।’

আরও বলেন, ‘এখনও সালমান শাহের গান কিংবা ভিডিও ফুটেজ দেখলে আমি তন্ময় হয়ে যাই। তিনি শুধু আমার আইডল নন, আমার আত্মার খুব কাছের একজন।’

এক নিঃশ্বাসে কথাগুলো বললেন শুভ। সম্প্রতি তিনি প্রথমবারের মতো একটি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। ‘ও আমার বন্ধু গো’ শিরোনামের এই অনুষ্ঠানে থাকছে সালমান শাহকে নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্যচিত্র, ছবি এবং সালমান শাহ ভক্তদের জন্য নতুন কিছু চমক। অনুষ্ঠান সঞ্চালনার এক ফাঁকে আরিফিন শুভ স্মৃতিকাতর হন সালমানের কথা বলতে গিয়ে।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘ও আমার বন্ধু গো’ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়।


মন্তব্য করুন