Select Page

সালমানের বাড়িতে শুটিং নয় : রনি

সালমানের বাড়িতে শুটিং নয় : রনি

salman-shahনতুন সিনেমা ‘ধ্যাৎতেরিকি’র প্রি-প্রডাকশনে শামীম আহমেদ রনি হাজির হয়েছিলেন অমর নায়ক সালমান শাহর বাড়িতে। এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে ঘটে ভুল বোঝাবুঝি। সালমানের মা নীলা চৌধুরীর কড়া প্রতিক্রিয়ায় বিষয়টি পরিষ্কার করেন এ নির্মাতা।

সালমানের বাড়ির ভেতরের ছবি দিয়ে নির্মাতা রনি মঙ্গলবার দুপুরে লেখেন, “বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ’র বাড়ি থেকে তার স্মরণে শুরু করলাম ‘ধ্যাৎতেরিকি’র প্রি-প্রোডাকশন। তার স্মৃতিঘেরা এই সিলেটেই হবে পুরো ছবিটির শুটিং। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা।”

ওই স্ট্যাটাসের সূত্র ধরে একাধিক সংবাদমাধ্যম জানায়, সালমানের বাড়িতে ‘ধ্যাৎতেরিকি’র শুটিং হবে। এমন খবরে ক্ষোভ প্রকাশ করেন নীলা চৌধুরী!

ফেসবুকে বুধবার বিকেলে তিনি লেখেন, “প্রিয় দেশবাসী ও সালমান শাহ’র ভক্তরা, আমি জেনেছি যে সালমান শাহ’র বাড়িতে (সালমান শাহ ভবন) ছবির শুটিং হবে। এটা ডাহা মিথ্যে কথা। আমার বাড়িতে কখনো কোনো শুটিং হতে পারে না, হবে না। ফিল্মের লোকেরা সালমান শাহকে আর কতো ব্যবহার করতে চাও? সাবধান করে দিচ্ছি এসব স্বপ্ন দেখা বন্ধ করো।”

ঘোলাটে পরিস্থিতিতে নিজের অভিসন্ধি পরিষ্কার করতে বৃহস্পতিবার রনি ফেসবুকে লেখেন, “প্রি-প্রোডাকশন আর শুটিং-এর মাঝে অনেক পার্থক্য। স্মৃতিঘেরা সিলেটে শুটিং আর স্মৃতিঘেরা বাড়িতে শুটিং-এর মাঝেও অনেক পার্থক্য। কথা না বুঝে দৌড়ালে যা হয় আরকি। যাইহোক, আমরা কখনো বলিনি মহানায়ক সালমান শাহ’র বাড়িতে আমরা শুটিং করব। আমাদের কোনো প্ল্যানিংও কখনো ছিল না। বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ করছি সবাইকে। মহানায়ক সালমান শাহ’র মায়ের সাথেও আমার কথা হয়েছে। তাকেও বলেছি সালমান শাহ আমার মহানায়ক। তিনি তার মা। তার আবেগে কষ্ট দেবার মত কিছুই করব না আমরা। করতে চাইও না কখনো। আশা করছি এই ইস্যুতে বিতর্কের অবসান হবে।”

ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ধ্যাৎতেরিকি’র চিত্রায়ন। অভিনয় করছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান ও নবাগত ফারিন। প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

[wordpress_social_login]

Shares