Select Page

সালমান এক দীর্ঘশ্বাসের নাম : রাজ

সালমান এক দীর্ঘশ্বাসের নাম : রাজ

raz-salman

সালমান শাহকে স্মরণ ৬ সেপ্টেম্বর প্রথম প্রহরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ‘সম্রাট’-খ্যাত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার মতে, ‘আমাদের নির্মাতাদের কাছে সালমান শাহ এক দীর্ঘশ্বাসের নাম।’

মজার বিষয় হলো প্রথম সিনেমায় সালমানের নাম ছিল ‘রাজ’। এবার জেনে নিন এ সময়ের নির্মাতা রাজ কী লিখেছেন—

আমাদের নির্মাতাদের কাছে সালমান শাহ এক দীর্ঘশ্বাসের নাম! আচার-আচরণ, চলন-বলন ও পোশাক-পরিচ্ছদে তিনি ছিলেন আধুনিক যুবকের উদাহরণ। তার রুচি, অভিব্যক্তি, বাচনভঙ্গি- সবই ছিলো যুগোপযোগী। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে সোরগোল ফেলে দেওয়ার পর টানা হিট ছবি উপহার দিয়ে অল্প সময়ে তিনি পরিণত হয়েছিলেন স্বপ্নের নায়কে। ভালোই তো চলছিলো সব। কথা নেই বার্তা নেই, হঠাৎ একদিন গায়েব হয়ে গেলেন সালমান শাহ! এমন জায়গায় গেলেন, যেখান থেকে ফেরে না কেউ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৬ বছর বয়সে দপ করে নিভে গেলো তার জীবনপ্রদীপ। প্রস্থানের কুড়ি বছর পেরিয়ে তিনি আজও উন্মাদনার আরেক নাম। সালমান শাহ আছেন আমাদের আনন্দ অশ্রুতে, থাকবেন অন্তরে অন্তরে।


মন্তব্য করুন