Select Page

সালমান-পপির অদেখা রসায়ন (ভিডিও)

সালমান-পপির অদেখা রসায়ন (ভিডিও)

salman-shah-popy
কাছাকাছি সময়ে বড়পর্দায় পা রাখেন সালমান শাহপপি। কিন্তু এ দুই তারকাকে এক সিনেমায় না দেখার অতৃপ্তি রয়ে গেছে দর্শকদের।
তাদের পর্দা চাহিদার কথা নির্মাতারা জানতেন না এমন নয়। ‘প্রেমের বাজি’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে এই দুই তারকা খানিকটা শুটিংও করেছেন। কিন্তু সালমানের অকালমৃত্যুতে সিনেমাটি আলোর মুখ দেখেনি।

তবে দর্শক যে দুই তারকাকে এক ফ্রেমে দেখার সুযোগ পাননি তা নয়। ‘প্রেমের বাজি’ সিনেমার একটি গান ইউটিউবে প্রতুল। এছাড়া গানটি পরে রিয়াজ অভিনীত একটি চলচ্চিত্রে ব্যবহার করা হয়। এমন তথ্য দেন রহমান মতি।

ওই গানে পপিকে দেখা গেলেও সালমান পারফর্ম করেন অন্য নায়িকা সন্ধ্যার সঙ্গে। বেশ মজার গানটিতে কণ্ঠ দেন অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। কয়েক মিনিটের হলেও ওই ভিডিওতে সালমানের সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করে। আর অল্প সময়ের উপস্থিতি পপির গ্ল্যামারকে আরেক দফা স্মরণ করিয়ে দেয়।

https://www.youtube.com/watch?v=WfcDcM_Et_M


মন্তব্য করুন