Select Page

সালমান শাহর যুগে যেমন করে প্রেম হতো

সালমান শাহর যুগে যেমন করে প্রেম হতো

১৯৯৩ সালে একটি প্রেমকাহিনি শুরু হয়, স্কুল থেকে। সেটি শেষ হয় ২০১৭ সালে। পর্দায় তুলে ধরা হবে সেই গল্প। এ কারণে কুশীলবেরা ফিরে গেলেন নব্বইয়ের দশকে। সে সময়ের স্মারক হিসেবে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর পোস্টারের আশ্রয় নেওয়া হলো।

স্কুলের ড্রেস পরে অভিনেত্রী নাদিয়া খানম এখন অবস্থান করছেন ১৯৯৩ সালে। এখন তিনি নিউ টেন। প্রেম করছেন একই স্কুলের ছাত্র অ্যালেন শুভ্রর সঙ্গে। তাদের মনের ভাব প্রকাশের মাধ্যম চিঠি। কিন্তু একবার প্রেমপত্র পৌঁছে যায় প্রিন্সিপাল সাদিয়া ইসলাম মৌ-এর হাতে। তারপর কী ঘটে?

‘হোমওয়ার্ক’ শিরোনামের এমন নাটকটি তৈরি করছেন নাজমুল হুদা ইমন। এতে স্কুলছাত্রী হিসেবে দেখা যাবে নাদিয়াকে।

নাটকটিতে নাদিয়া আর অ্যালেনকে বয়স্ক চরিত্রে পাওয়া যাবে। তাদের বড়বেলার চরিত্রে রূপদান করছেন দীপা খন্দকার ও ফজলুর রহমান বাবু। ঈদুল আজহায় একটি বেসরকারি টিভিতে প্রচার হবে ‘হোমওয়ার্ক’।

 


মন্তব্য করুন