Select Page

সালমান শাহ হয়ে আসছেন সিয়াম

সালমান শাহ হয়ে আসছেন সিয়াম

‘পুরো ছবিটাই সালমান শাহকে কেন্দ্র করে। ছবিটিতে আমাকে অনেকবারই সালমান শাহর মতো অভিনয় করতে হয়েছে, সাজতে হয়েছে। দেশীয় চলচ্চিত্রের মেগা সুপারস্টার এই অভিনেতার একাধিক লুকে আমাকে দেখা যাবে।‘ পোড়ামন ২’ সিনেমার প্রথম গান প্রকাশকে সামনে রেখে এ কথা বললেন সিয়াম আহমেদ

তিনি আরো বলেন, ‘ছবিতে আমি একজন সালমান শাহ ভক্ত। যে কি-না তার ছবি দেখে, তার গ্রামে কোনো সিনেমা হল নেই। সে অন্য গ্রামে গিয়ে সালমান শাহর সিনেমা দেখে আসে। পরে অন্য লোকদের সেই সিনেমার ঘটনা এবং নায়ক কেমন করলো, সেসব দেখিয়ে বিনোদন দেয়।’

বৃহস্পতিবার (১৬ মে) ‘পোড়ামন ২’ এর ‘নাম্বার ওয়ান হিরো’ শিরোনামের গানটি প্রকাশ করা হবে। এই গানটি সালমান শাহকে নিয়েই লেখা। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় নিজের সুরে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। গানের নৃত্য পরিচালনা করেছেন কলকাতার জয়েশ।

‌‘পোড়ামন’ ছবির সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে ‘পোড়ামন ২’। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সিয়ামের বিপরীতে আছেন পূজা। আসছে ঈদেই ছবিটি মুক্তি পাবে।

নব্বই দশকে বাংলা চলচ্চিত্রকে যিনি মাতিয়ে রেখেছিলেন তিনি চিত্রনায়ক সালমান শাহ। সে সময় পেরিয়ে আজও দেশীয় চলচ্চিত্রের অন্যতম সুপারস্টার হয়ে আছেন তিনি। অভিনয় আর স্টাইল দিয়ে বদলে দিয়েছিলেন দেশীয় সিনেমার প্রেক্ষাপট।

১৯৯৩ সালে অভিষেক ঘটে বড় পর্দায় এবং ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন তিনি। মাত্র তিন বছরের ক্যারিয়ারেই বাংলা চলচ্চিত্রে স্থায়ী জায়গা করে নিয়েছেন সালমান শাহ। সিনেমায় অভিনয়ের শুরুতে নানা প্রসঙ্গে তাকে স্মরণ করেন সিয়াম।

সূত্র : জাগো নিউজ


মন্তব্য করুন