Select Page

সালমান স্মরণে দুই প্রজন্মের গান

সালমান স্মরণে দুই প্রজন্মের গান

সালমান শাহ্‌কে অভিনয়জীবনের শুরু থেকে পেয়েছিলেন আগুন। অন্যদিকে, নায়কের মারা যাওয়ার এক যুগ পর পেশাদার গানের জগতে পথচলা শুরু ইমরানের। ১৯ সেপ্টেম্বর জনপ্রিয় এই নক্ষত্রের জন্মদিন উপলক্ষে দুটি গান গেয়েছেন আগুন ও ইমরান।

আগুনের গাওয়া গানটি নতুন করে লেখা হয়েছে। নীহার আহমেদ ও নবাব আমিনের লেখা ‘লাভ ইউ সালমান শাহ্‌’ শিরোনামের এই গানের সুর করেছেন মুরাদ নূর ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

অন্যদিকে, ইমরান নতুন করে গেয়েছেন ‘প্রিয়জন’ ছবির ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটি। গায়ক নিজেই নতুন করে গানটির সংগীতায়োজনও করেছেন। মনিরুজ্জামান মনিরের লেখা এবং আলম খানের সুরে এই গান প্রথম গেয়েছিলেন সাবিনা ইয়াসমীন ও এন্ড্রু কিশোর।

‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ্‌র। একই সিনেমায় গান গেয়ে প্লেব্যাক শুরু করেন আগুন। সে হিসাবে একই সঙ্গে নিজেদের পথচলা শুরু উল্লেখ করে আগুন বলেন, ‘সালমান স্মরণে যে গানটি গেয়েছি, এটাই পুরো কৃতিত্ব মুরাদ নূরের। সালমানের যত সিনেমা আছে, সবগুলো নাম দিয়ে এই গান বানানো হয়েছে। একেবারে অভিনব একটা ভাবনা। গতকাল কণ্ঠ দিয়েছি। গানটি সবার ভালো লাগবে। এভাবেই আমাদের অন্তরে বেঁচে থাকুক সালমান শাহ্।’

ছোটবেলা থেকেই নায়ক সালমান শাহর ভক্ত সংগীতশিল্পী ইমরান। মঞ্চে, টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানে এমনকি চলচ্চিত্রেও সালমান অভিনীত ছবির গান গেয়েছেন তিনি। এবার প্রিয় নায়কের জন্মদিনে তাঁকে স্মরণ করে নতুন করে কণ্ঠে ধারণ করেছেন ‘এ জীবনে যারে চেয়েছি’ গানটি। অনুপম রেকর্ডিং তাদের ইউটিউবে গানটি প্রকাশ করবে। গানটির একটি ভিডিও নির্মাণ করা হয়েছে, যাতে মডেল হয়েছেন ‘আইসক্রিম’ ছবির নায়িকা নাজিফা তুশি। ভিডিও পরিচালনায় চন্দন রায় চৌধুরী।

গান দুটি সালমান শাহ্‌র জন্মদিনে ইউটিউবে প্রকাশ করা হবে।

সূত্র : প্রথম আলো


মন্তব্য করুন