Select Page

সাহিত্য থেকে নাটক

সাহিত্য থেকে নাটক

বই আর সাহিত্যিকদের সঙ্গে আমাদের নাট্যঙ্গনের শুরু থেকেই সুসম্পর্ক। সাহিত্যিকরা পেতেন বিশেষ মর্যাদা। মাঝে সেই স্রোত কিছুটা কমে গেলেও এখন আবার উনাদের অংশগ্রহণ বাড়ছে। ‘আমাদের টিভি নাটক’-এর এবারের কিস্তিতে জানুন সাহিত্য অবলম্বনে অন্যতম সেরা দশ নাটক সম্পর্কে—

এই সিরিজের আরও লেখা: আমাদের টিভি নাটক

১.নন্দিত নরকে: কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রকাশিত প্রথম উপন্যাস, যেটা প্রকাশের পরেই তুমুল প্রশংসিত হয়। তার কিছু বছর পরেই অভিনেতা ও নাট্যকার আল মনসুর এই উপন্যাসের নাট্যরূপ দেন। শেষাংশে কিছুটা পরিমার্জিত করে প্রযোজনা করেন মোস্তাফ কামাল সৈয়দ। আলোচিত এই নাটকে রাবেয়া চরিত্রে অভিনয় করে সবার প্রিয় হয়ে উঠেন মিতা চৌধুরী, মন্টু চরিত্রে ছিলেন স্বয়ং আল মনসুর। এছাড়া অভিনয় করেন আবুল হায়াত, মমতাজ উদ্দীন আহমেদ, রওশন জামিল ও মাহমুদ সাজ্জাদ।

২. সখা তুমি সখি তুমি: জনপ্রিয় সাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলনের গল্প ‘ও রাধা ও কৃষ্ণ’ অবলম্বনে সুবর্ণা মুস্তাফা ও হুমায়ূন ফরীদিকে নিয়ে নির্মাণ করা হয় বিটিভির এই বিখ্যাত নাটক। দুঃখের বিষয়, নাটকটি আর দেখতে পাওয়া যায় না। অনেক বছর পর আশফাক নিপুণ একই গল্পকে পরিমার্জিত করে নির্মাণ করেন নতুন নাটক। মুখ্য ভূমিকায় ছিলেন আফরান নিশো ও মেহজাবীন।

৩. দেবদাস: অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহুল চর্চিত উপন্যাস অবলম্বনে শহীদুল ইসলাম মিন্টু টেলিফিল্মটি নির্মাণ করেন। দেবদাস চরিত্রে মাহফুজ আহমেদ পান তার নিজের সবচেয়ে পছন্দের চরিত্রে অভিনয়ের সুযোগ, পার্বতীর চরিত্রে তারিন ও চন্দ্রমুখী হন তানিয়া আহমেদ। অভিনেতা হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে টেলিফিল্মটি মাহফুজ আহমেদকে বেশ সাহায্য করে।

৪. আয়েশামঙ্গল/আয়েশা: আনিসুল হকের বিখ্যাত উপন্যাস অবলম্বনে এই টেলিফিল্মটি নির্মাণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। সত্তর দশকের শেষে বিমান বাহিনীতে কর্মরত নিখোঁজ স্বামীকে ফিরে পাবার জন্য আয়েশা নামের এক নারীর লড়াই এই গল্পের উপজীব্য। ফারুকী এই উপন্যাস অবলম্বনে দুইবার নির্মাণ করেন। প্রথমটিতে অভিনয় করেন বন্যা মির্জা ও আহমেদ রুবেল এবং শেষটিতে তিশা ও চঞ্চল চৌধুরী। দুটিই ভীষণ সমাদৃত। ‘আয়েশামঙ্গল’ অবশ্য ইউটিউবে পাওয়া যায় না।

https://www.youtube.com/watch?v=_S849rIsYjI

৫.ওঙ্কার: আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মাতা ফেরদৌস হাসান নাটকটি নির্মাণ করেন। এক বোবা মেয়ের কথা বলার আকাঙ্ক্ষাকে পরাধীন জাতির প্রতিবাদী রূপকে প্রতীকী হিসেবে তুলে ধরা হয়েছিল। অপি করিমের অভিনয় সমৃদ্ধ এই নাটকে আরও অভিনয় করেন আজিজুল হাকিম ও মামুনুর রশীদ।

৬.দোকানীর বউ: মানিক বন্দ্যোপাধ্যাযয়ের ছোটগল্প অবলম্বনে গিয়াসউদ্দিন সেলিমের নাটক। এক গ্রাম্য দোকানীর বউ কীভাবে বুদ্ধিমত্তা দিয়ে টাকা গচ্ছিত রাখে,তাই নিয়েই এই গল্প। তানভীন সুইটি বেশ প্রশংসিত হয়েছিল, এ ছাড়া অভিনয় করেন মাহফুজ আহমেদ, চঞ্চল চৌধুরী, শামীমা নাজনীন, শাহানা সুমিসহ অনেকে।

৭.দুই বোন: রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে চয়নিকা চৌধুরীর নির্মাণ। তারকাবহুল এই টেলিফিল্মে অভিনয় করেন বিপাশা হায়াত, মাহফুজ আহমেদ, তারিন ও ইমন।

৮.কাঁটা: শহীদুল জহিরের মর্মস্পশী ছোট গল্প অবলম্বনে অনিমেষ আইচের প্রশংসিত নাটক। সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে তিন সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে অভিনয় করেন মোশাররফ করিম, দীপান্বিতা হালদার ও শহীদুজ্জামান সেলিম।

https://www.youtube.com/watch?v=_85Ocp0AqBQ&t=598s

৯.সবুজ ভেলভেট: ট্রেনে দুজন যাত্রীর পরিচিত হবার গল্প। সব কথা হয়,কিন্তু নামটা জানা হয় না। হঠাৎই দুর্ঘটনা ঘটে, শুধু মনে থাকে মানুষটার পরনে ছিল সবুজ ভেলভেট। ড. মুহম্মদ জাফর ইকবালের রচনায় আবু রায়হান জুয়েলের পরিচালনায় তারিনের অভিনয় সমাদৃত হয়, সহশিল্পী ছিলেন আজাদ আবুল কালাম।

https://youtu.be/6ne-Rguz9sE

১০. লাবনী: বঙ্গ বব সিজন ১ এর সবচেয়ে প্রশংসিত টেলিফিল্ম। গোবেচারা ছেলে তামিম ফুটপাত থেকে একটা ছেঁড়া বই কিনে আনে, যার মলাট নেই, সব পৃষ্টাও নেই। এই বই যখন পড়তে থাকে আশ্চর্যজনকভাবে বইয়ের গল্পের মতো ঘটনা ঘটতে থাকে, প্রভাব পড়তে থাকে তার জীবনেও। রহস্যময় হতে থাকে তার জীবন! মারুফ রেহমানের উপন্যাস অবলম্বনে গোলাম কিসলু হায়দার নির্মিত দারুণ এক গল্পের টেলিফিল্ম ‘লাবনী’। প্রধান ভূমিকায় মনোজ প্রামাণিক অসাধারন অভিনয় করেছেন, টয়া চলনসই। শাহাদাত হোসেন বেশ গুরুত্ব পেয়েছেন, আছেন তাহমিনা মৌ।


লেখক সম্পর্কে বিস্তারিত

চলচ্চিত্র ও নাটক বিষয়ক লেখক

মন্তব্য করুন