Select Page

সায়মনের নতুন তিন ছবি

সায়মনের নতুন তিন ছবি

61928_e3সম্প্রতি তিনটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের ক্রেজসায়মন সাদিক

এতে রয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত  জাকির হোসেন রাজুর ‘দবির সাহেবের সংসার’। ছবির শুটিং শুরু হবে আগামী ১৫ই আগস্ট থেকে।

এ জে রানার ‘বন্ধু তোর লাগিয়া পরাণ কান্দেরে’ ছবির শুটিং শুরু হবে আগামী ১৭ই জুলাই থেকে দিনাজপুরে।

এছাড়া  রাজু চৌধুরীর পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি ছবি।  এ ছবির শুটিং শুরু হবে আগামী ১২ই সেপ্টেম্বর থেকে।

এদিকে, সাইমন এ মুহূর্তে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘তোমার কাছে ঋণী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন