Select Page

সিকি শতাব্দীতেও অমলিন সালমান-শাবনূর জুটি

সিকি শতাব্দীতেও অমলিন সালমান-শাবনূর জুটি

বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম স্মরণীয় জুটি সালমান শাহশাবনূর। তাদের প্রথম সিনেমা ‘তুমি আমার’ মুক্তির ২৫ বছর বা সিকি শতাব্দী পূর্ণ করেছে বুধবার।

‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে সালমানের রাজকীয় অভিষেক হয় ঢালিউডে। অন্যদিকে ‘চাঁদনী রাতে’ দিয়ে সিনেমায় নাম লেখান শাবনূর।

১৯৯৪ সালের ২২ মে ঈদে মুক্তি পায় ‘তুমি আমার’। সিনেমাটি ব্যবসাসফল হয়। তখন থেকেই তারুণ্যের কাছে খুবই প্রিয় সালমান-শাবনূর জুটি। এরপর সালমান শাহের সাথে জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন শাবনূর। তারমধ্যে রয়েছে ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘শুধু তুমি’ ইত্যাদি।

জ্বালাইয়া প্রেমের বাত্তি কোথায় তুমি থাকো রে, তুমি আমার ও দেখা না হলে একদিন- এই তিনটি গান জনপ্রিয়তা পায়। এছাড়া সালমানের স্টাইলিশ অবতার তরুণদের নজর কাড়ে।

সিনেমাটির পরিচালক ছিলেন জহিরুল হক। তার হঠাৎ মৃত্যুর পর দায়িত্ব নেন তমিজ উদ্দিন রিজভী। সিনেমাটি দিয়ে কাহিনিকার হিসেবে অভিষেক হয় জহিরুল হকের ছেলে আব্দুল্লাহ জহির বাবুর!

ধারণা করা হয় রোমান্টিক গল্প, গান, সাবলীল অভিনয়, ব্যক্তিগত সম্পর্কের মিথ, পারম্পরিক বোঝাপড়া ও সালমানের রহস্যজনক মৃত্যু এই জুটির জনপ্রিয়তার কারণ। তা আরও অনেক দিন থাকবে। কারণ মৃত্যুর দুই দশক পরও এই নায়কের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।


মন্তব্য করুন