Select Page

সিক্যুয়ালের আগে ‌‘ম্যাডাম ফুলি’র নতুন গাড়ি

সিক্যুয়ালের আগে ‌‘ম্যাডাম ফুলি’র নতুন গাড়ি

5fddc32eaacfdf3edd7099c4c3db610f-90

১৯৯৯ সালের কথা। চলচ্চিত্রে সিমলার অভিষেক ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের মাধ্যমে। সিনেমাটি তার ঝুলিতে এনে দেয় জাতীয় পুরস্কার। ওই সিনেমা মুক্তির পর পুরনো একটি গাড়ি কিনেছিলেন সিমলা। কিছুদিন ব্যবহার করার পর আবার সেটি বিক্রিও করে দেন।

এরপর এক যুগের বেশি সময় গাড়ি ছাড়া চলতে দেখা গেছে এই মেধাবী অভিনেত্রীকে। শুটিং স্পটে যেতে সিএনজি অথবা ক্যাব ব্যবহার করতেন। অবশেষে টয়োটা রাশ সিরিজের নতুন একটি গাড়ি কিনেছেন সিমলা।

নতুন গাড়ি প্রসঙ্গে সিমলা কালের কণ্ঠকে বলেন, ‘পাঁচ বছর ধরে টাকা জমিয়েছি। এবার সেই টাকায় গাড়িটি কিনলাম। এখনো গাড়ির রেজিস্ট্রেশন করিনি। ভাবছি এ মাসেই রেজিস্ট্রেশন করে নেব। আমাদের সমসাময়িক প্রায় সব শিল্পীরই নিজস্ব গাড়ি আছে, নতুন শিল্পীরা তো দামি মডেলের গাড়ি চড়ে বেড়ান। গাড়ি না থাকায় এত দিন অনেকেই বাঁকা চোখে তাকিয়েছেন আমার দিকে।’

বর্তমানে সিমলার হাতে রয়েছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ও ‌‘নাইওর’। শিগগির শুরু হতে যাচ্ছে ‘ম্যাডাম ফুলি’র সিক্যুয়াল।

 

 


মন্তব্য করুন