Select Page

সিঙ্গাপুরে দুই পুরস্কারে ‘লাইভ ফ্রম ঢাকা’

সিঙ্গাপুরে দুই পুরস্কারে ‘লাইভ ফ্রম ঢাকা’

live-from-dhaka

আব্দুল্লাহ মুহাম্মদ সাদ পরিচালিত ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জিতে নিয়েছে দুই পুরস্কার।

স্ক্রিন অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন সাদ ও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মোস্তফা মনোয়ার।

উৎসবের ২৭তম আসরে বাংলাদেশ থেকে এশিয়ান ফিচার ফিল্ম কম্পিটিশন ক্যাটাগরিতে সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য লড়ে ‘লাইভ ফ্রম ঢাকা’। উৎসবে সিনেমাটির দুটি প্রদর্শনী হয়।

৯৪ মিনিটের ছবিটি সাদাকালোয় নির্মিত। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না।

২০১৭ সালের প্রথমদিকে ‘লাইভ ফ্রম ঢাকা’ বাংলাদেশে মুক্তি পেতে পারে।


মন্তব্য করুন