Select Page

সিঙ্গেল প্রকাশ করছে ওয়ারফেজ

সিঙ্গেল প্রকাশ করছে ওয়ারফেজ

জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। এ পর্যন্ত শুধু অ্যালবাম প্রকাশ করলেও এবার গান প্রকাশে নতুন ধারায় নাম লিখিয়েছে দলটি। ‘অপরূপ বিস্ময়’ শিরোনামে নতুন একটি গান সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশ করছে ব্যান্ডটি। সঙ্গে রয়েছে মিউজিক ভিডিও।

ইতিমধ্যে শুটিংও হয়ে গেছে। গানের কথা লিখেছেন, সুর ও সঙ্গীতায়োজন করেছেন দলের লিড গিটারিস্ট কমল।

গানটি নিয়ে ওয়ারফেজের ড্রামার ও দলপ্রধান শেখ মনিরুল আলম টিপু জানান, ‘এটি হেভি মেটাল ব্যালেন্সড সং। পলাশ ভালোই গেয়েছে। অনেক দিন পর নতুন গান তৈরি করেছি। বাংলা নববর্ষে শ্রোতাদের জন্য গানটি আমাদের উপহার। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’ রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপে নতুন এ গানের অডিও শোনা যাবে। মিউজিক ভিডিও দেখা যাবে ওয়ারফেজের ইউটিউব চ্যানেলে।

সূত্র : যুগান্তর


মন্তব্য করুন