Select Page

সিডিতে অগ্নি

সিডিতে অগ্নি
1186740_10200761917474245_109994221_nসিডিতে প্রকাশ পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি‘ চলচ্চিত্রের গান। এটি প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া।
এতে একটি গানের ডাবল ভার্সনসহ গান রয়েছে ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ভারতের শান, নিতি মোহন, বাংলাদেশের কণা, অভিনেতা আরিফিন শুভ, দোলা, লাবণ্য ও লেমিস। গানগুলোর সুর ও সংগীত করেছেন শফিক তুহিন, অদিত ও আহমেদ হুমায়ূন। দুটি গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। একটি করে গান লিখেছেন আব্দুল আজিজ, রবিউল ইসলাম জীবন ও সুদীপ কুমার দীপ।
গানগুলোর শিরোনাম ‘অগ্নি’, ‘শুধু তুই শুনবি’, ‘তুমি দেখো শ্রাবণের মেঘ’, ‘সহে না যাতনা’ ও ‘নেশায়’।
উল্লেখ্য, ‘অগ্নি’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আরেফিন শুভমাহী। নতুন বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।


মন্তব্য করুন