Select Page

সিনেমার জন্য ওজন কমাচ্ছেন তিশা

সিনেমার জন্য ওজন কমাচ্ছেন তিশা

nusrat-imrose-tisha

চলতি বছরে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দুটি বাণিজ্যিক সিনেমায় বেশ প্রশংসা পেয়েছেন। সিনেমাগুলোও সমাদৃত হয়েছে। চেষ্টা করছেন আরো চমক নিয়ে হাজির হতে। তাই ফিটনেসে এনেছেন পরিবর্তন।

সম্প্রতি টেলিভিশন নাটক নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দেন তিশা। সবার একই প্রশ্ন, ‘তিশা এতো শুকিয়েছো কেন?’

এর উত্তরে তিশা বলেন, ‘বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছি এখন। তাই ছবির প্রয়োজনেই ওজন কমাচ্ছি।’

অভিনয় ক্যারিয়ারে এক দশক পার করে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় মনোযোগ দিয়েছেন এ তারকা। মুক্তির অপেক্ষায় আছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’। এছাড়া পূর্ব প্রস্তুতিতে আছে অনন্য মামুন পরিচালিত ‘তোর নামে লিখেছি হৃদয়’। যৌথ প্রযোজনার সিনেমাটিতে তিশার বিপরীতে থাকবেন কলকাতার সোহম। সিনেমাটির কাহিনীও এ অভিনেত্রীর লেখা। এছাড়া দেখা যাবে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’য়।


মন্তব্য করুন