Select Page

সিনেমার প্রচারনায় অনন্য মামুনের নতুন ফন্দি

সিনেমার প্রচারনায় অনন্য মামুনের নতুন ফন্দি

beporoa-mon-habib-tisha

সিনেমার আকর্ষণ বাড়াতেই নির্মাতারা কতই না ফন্দি আঁটেন। এর মধ্যে আছে একই গানের ভিন্ন ভিন্ন চিত্রায়ন। ক্ষেত্র বিশেষে মূল গায়ককেও ব্যবহার করা হয়।

অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ সিনেমায় এমনটা ঘটছে। আর তিনি বেছে দিয়েছেন দেশের দামি সঙ্গীত তারকাদের অন্যতম হাবিবকে। তার সঙ্গে আছেন মডেল তানজিনা তিশা। গানটির শিরোনাম ‘বেপরোয়া মন’।

হাবিবকে বেছে নেওয়ায় নিঃসন্দেহে বিশেষ সুবিধা পাবে ‘আমি তোমার হতে চাই’। তার চমৎকার গায়কীর পাশাপাশি মিউজিক ভিডিওগুলোর নির্মাণ বড় বাজেটের ও ভিন্নধর্মী হয়। প্রচারণাও পায় বেশি। খুব সহজেই ১০ লাখ শ্রোতার কাছে পৌঁছে যায়। সে হিসেবে নতুন গানটি ‘আমি তোমার হতে চাই’কে অধিক দর্শককের সামনে তুলে ধরবে।

‘বেপরোয়া মন’ নামের হাবিবের গানটিতে সিনে পর্দায় দেখা যাবে বাপ্পীমিমকে।

 

সম্প্রতি ফেসবুকে দুটি ছবি দিয়ে অনন্য মামুন লেখেন, ‘বেপরোয়া মন… চলচ্চিত্রের জন্য নতুন সংযোজন… একটি গানের দুটি চিত্রায়ন… গায়ক ও মডেল… নায়ক ও নায়িকা…।’

সিরাজগঞ্জের বিভিন্ন লোকেশনে চলতি মাসের শুরুর দিকে হাবিব ও তিশা দৃশ্যায়নে অংশ নেন। অন্যদিকে জুলাইয়ে নেপালে বিভিন্ন লোকেশনে সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান বাপ্পী ও মিম।

বর্তমানে ‘বেপরোয়া মন’র মিউজিক ভিডিও ভার্সনের সম্পাদনায় কলকাতায় রয়েছেন অনন্য।


মন্তব্য করুন