Select Page

সিনেমার ভুল: কত স্বপ্ন কত আশা

সিনেমার ভুল: কত স্বপ্ন কত আশা

কত স্বপ্ন কত আশা একটি মধ্যম মানের মৌলিক গল্পের রোমান্টিক এ্যাকশন মুভি। ওয়াকিল আহমেদ পরিচালিত এই সিনেমার ছোট-বড় ৯টি ভুল আমাদের চোখে পড়েছে।

১. নায়ক বাপ্পী ও তার বন্ধুরা যখন মহল্লায় ক্রিকেট খেলছিল তখন সাবেক কমিশনারের গাড়িটা ঠিক পিচের মাঝখানে এসে থামে। সাবেক কমিশনার যখন বাপ্পীকে ধমকিয়ে আবার গাড়িতে উঠতে যায় তখন দেখা গেল গাড়িটা পিচের মাঝখান থেকে সরে ব্যাটিং স্ট্যাম্পের কাছাকাছি চলে এসেছে!!! এমন ক্রিকেটপ্রেমী গাড়ি আগে দেখিনি ?

২. “ফুলের গন্ধে ভরা” গানের শুরুতেই দেখা গেল পরী মনি ভক্তিসহকারে বীণা বাজাচ্ছে। অথচ সারা গানে বীণার কোন সুরই ছিল না

৩. ডিজে সোহেল বাপ্পীকে চাকু মারল ঘাড়ের একটু নিচে কাঁধের উপর। অথচ অপারেশনে তার পিঠে সেলাই করা হলো। আবার অপারেশন শেষে ব্যান্ডেজ লাগানো হলো কাঁধের উপর

৪. পরী মনি যখন বান্ধবী শাবানার কাছ থেকে মোবাইল নিয়ে লুকিয়ে বাপ্পীকে কল করে তখন ইনকামিং কল আসলেও বাপ্পীর মোবাইলে আলো জ্বলেনি। কতবার বলেছি একটা ভাল মোবাইল কিনুন

৫. পরী মনি যখন বান্ধবী শাবানার হার্ট এ্যাটাকের ব্যাপারে টেলিফোনে কথা বলছিল তখন স্পষ্ট দেখা গেছে পরী মনির বাবা যে পত্রিকা পড়ছিলেন তার বিনোদন পাতায় “ধূমকেতুু” সিনেমার শাকিব খান ও পরীমনির সেই ঐতিহাসিক চুমুর দৃশ্যের খবর ও ছবি দেওয়া। ইহা একটি আন্তর্জাতিক মানের ভুল।

৬. বান্ধবীকে দেখার জন্য পরী মনি ১২টা ৭ এ বাসা থেকে রওনা দিয়ে ১২টা ১০ এ হাসপাতালে পৌছে গেল। এটা কোন ভুল না, মনে করলাম তার বাসা থেকে হাসপাতাল খুব কাছে। তবে নার্স সেজে সে লুকিয়ে সিএনজিতে করে মাত্র ১ ঘন্টার মধ্যে কক্সবাজারের ঝাউবনে নায়কের সাথে দেখা, রোমান্স ও নাচগান করে পুনরায় ঢাকায় ফিরে আসল। এটা হজম করতে পারলাম না

৭. অপহরণের দায়ে চিকন আলীর বাসা থেকে পুলিশ বাপ্পীকে ধরে নিয়ে যায়। অথচ পুলিশের গাড়ি থানায় পৌছানোর আগেই দেখা গেল চিকন আলী গেটআপ পাল্টিয়ে প্রায় অর্ধশত লোক জড়ো করে থানার সামনে মিছিল নিয়ে হাজির। চিকন আলী সুপারম্যান হইলো কবে থেইকা

৮. পরীমনিকে উদ্ধারের সময় বাপ্পী প্রহরী বাবুয়ার ধারালো দাঁ এর কোঁপ দুই হাত দিয়ে থামায়। যাতে বাপ্পীর দুই হাত জখম হয়। পরের দৃশ্যেই বাপ্পীর দুই হাতে জখমের কোন চিহ্ন পর্যন্ত নেই!!! স্যাভলন+ডেটল=জখমের চিহ্ন গায়েব

৯. পুলিশের গায়ে সামান্য আঘাত করার কারণে বাপ্পীর ২৮ মাস জেল হয়, জোর করে বিয়ে পড়ানোর অপরাধে শেষ দৃশ্যে পুলিশ ভিলেনদের ধরে নিয়ে যায়। অথচ শেষ ফাইটে বাপ্পী গুলি করে ১০-১২ জন মানুষ মেরে ফেললেও পুলিশ তাকে গ্রেফতার পর্যন্ত করলো না, এইখানেও আয়নাবাজি


Leave a reply